কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। আজ থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার-১২ (Super 12) এর ম্যাচ। যোগ্যতা অর্জন পর্ব থেকে যে চারটি দল মূল পর্বে পৌঁছেছে তারা হল- শ্রীলঙ্কা, নামিবিয়া, স্কটল্যান্ড এবং বাংলাদেশ।
সুপার-১২-এ দুটি গ্রুপ রয়েছে। এ এবং বি। দুই গ্রুপেই ছটি করে দল খেলবে। প্রথম রাউন্ডের শেষে এ গ্রুপে যোগ দিয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া। সেখানে আগে থেকেই ছিল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান দলগুলি। অন্যদিকে প্রথম রাউন্ডের শেষে বি গ্রুপে যোগ দিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখাবে আগে থেকেই যে দলগুলি ছিল, সেগুলি হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
ভারতে টেলিভিশনে টি-২০ বিশ্বকাপের লাইভ সম্প্রচার দেখা যাবে কোন চ্যানেলে?
টি-২০ বিশ্বকাপের সবকটি ম্যাচ ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। স্টার স্পোর্টস ১ এসডি/এইচডি, স্টার স্পোর্টস ২ এসডি/এইচডি চ্যানেলে ইংরাজিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। স্টার স্পোর্টস এসডি/এইচডি হিন্দি চ্যানেলেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। এ ছাড়া স্থানীয় ভাষার চ্যানেলও– স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলুগু, স্টার স্পোর্টস ১ কন্নড, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ফার্স্ট চ্যানেলে টি-২০ বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
অনলাইনে কোথায় দেখা যাবে টি-২০ বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?
ভারতে অনলাইনে টি-২০ বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে ও জিও টিভি অ্যাপ্লিকেশনে।
এক নজরে দেখে টি-২০ বিশ্বকাপের সুপার-১২ এর পূর্ণ সময়সূচি, ভেনু, ফিক্সচার…
১. ২৩ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
২. ২৩ অক্টোবর – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
৩. ২৪ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – বিকেল ৩.৩০ (শারজা)
৪. ২৪ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান – সন্ধ্যে ৭.৩০ দুবাই (দুবাই)
৫. ২৫ অক্টোবর – আফগানিস্তান বনাম স্কটল্যান্ড – সন্ধ্যে ৭.৩০ (শারজা)
৬. ২৬ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ – বিকেল- ৩.৩০ (দুবাই)
৭. ২৬ অক্টোবর – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড – সন্ধ্যে ৭.৩০ (শারজা)
৮. ২৭ অক্টোবর – ইংল্যান্ড বনাম বাংলাদেশ – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
৯. ২৭ অক্টোবর – স্কটল্যান্ড বনাম নামিবিয়া – সন্ধ্যে ৭.৩০ (আবু ধাবি)
১০. ২৮ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
১১. ২৯ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ – বিকেল- ৩.৩০ (শারজা)
১২. ২৯ অক্টোবর – আফগানিস্তান বনাম পাকিস্তান – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
১৩. ৩০ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা – বিকেল ৩.৩০ (শারজা)
১৪. ৩০ অক্টোবর – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
১৫. ৩১ অক্টোবর – আফগানিস্তান বনাম নামিবিয়া – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
১৬. ৩১ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
১৭. ১ নভেম্বর – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা – সন্ধ্যে ৭.৩০ (শারজা)
১৮. ২ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
১৯. ২ নভেম্বর – পাকিস্তান বনাম নামিবিয়া – সন্ধ্যে ৭.৩০ (আবু ধাবি)
২০. ৩ নভেম্বর – নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড – বিকেল ৩.৩০ (দুবাই)
২১. ৩ নভেম্বর – ভারত বনাম আফগানিস্তান – সন্ধ্যে ৭.৩০ (আবু ধাবি)
২২. ৪ নভেম্বর – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – বিকেল ৩.৩০ (দুবাই)
২৩. ৪ নভেম্বর – ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা – সন্ধ্যে ৭.৩০ (আবু ধাবি)
২৪. ৫ নভেম্বর – নিউজিল্যান্ড বনাম নামিবিয়া – বিকেল ৩.৩০ (শারজা)
২৫. ৫ নভেম্বর – ভারত বনাম স্কটল্যান্ড – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
২৬. ৬ নভেম্বর – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
২৭. ৬ নভেম্বর – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা – সন্ধ্যে ৭.৩০ (শারজা)
২৮. ৭ নভেম্বর – নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান – বিকেল ৩.৩০ (আবু ধাবি)
২৯. ৭ নভেম্বর – পাকিস্তান বনাম স্কটল্যান্ড – সন্ধ্যে ৭.৩০ (শারজা)
৩০. ৮ নভেম্বর – ভারত বনাম নামিবিয়া – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল
১০ নভেম্বর – প্রথম সেমিফাইনাল (এ১ বনাম বি২) – সন্ধ্যে ৭.৩০ (আবু ধাবি)
১১ নভেম্বর – দ্বিতীয় সেমিফাইনাল (বি১ বনাম এ২) – সন্ধ্যে ৭.৩০ (দুবাই)
টি-২০ বিশ্বকাপ ফাইনাল
১৪ নভেম্বর – দুবাই (সন্ধ্যে-৭.৩০)