Sidharth Sharma: মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হিমাচলের পেসার সিদ্ধার্থ শর্মা, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

Cricketer Death: রঞ্জি ট্রফির চলতি মরসুমে হিমাচলের হয়ে ২টি ম্যাচে খেলেছিলেন সিদ্ধার্থ। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও।

Sidharth Sharma: মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হিমাচলের পেসার সিদ্ধার্থ শর্মা, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া
মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হিমাচলের পেসার সিদ্ধার্থ শর্মা, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়াImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 14, 2023 | 1:49 PM

গুজরাট: তেইশের শুরুতে ক্রীড়া জগতে ফের শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সেই প্রয়াত হলেন হিমাচল প্রদেশের পেসার সিদ্ধার্থ শর্মা (Sidharth Sharma)। প্রায় দু’সপ্তাহ ধরে বদোদরার এক বেসরকারি হাসপাতালের বেডে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। অবশেষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিদ্ধার্থ। উনাতে জন্মগ্রহণ করা সিদ্ধার্থ রঞ্জি ট্রফির (Ranji Trophy) চলতি মরসুমেও খেলেছিলেন। গত দুই সপ্তাহ ধরে, তিনি ভেন্টিলেশনে ছিলেন। জানা গিয়েছে, সিদ্ধার্থের বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ভেন্টিলেশনে থাকার পরও শেষরক্ষা হল না সিদ্ধার্থের। বদোদরার বেসরকারি হাসপাতাল থেকে চণ্ডীগড়ে এয়ারলিফ্ট করে আনা হয় সিদ্ধার্থর দেহ, এর পর তাঁর শহর উনাতে শেষকৃত্য সম্পন্ন হয়। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।

২০২২ সালের ডিসেম্বরে হিমাচল প্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে ইডেনে এসেছিলেন সিদ্ধার্থ। ওই ম্য়াচেও পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে বাংলার বিরুদ্ধে ইডেনেই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। চলতি রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে ম্যাচের আগে হঠাৎ অসুস্থ বোধ করেন সিদ্ধার্থ। এরপরই বদোদরার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, “এটা দুর্ভাগ্যজনক। ও সুস্থই ছিল, এবং রঞ্জি ট্রফির প্রথম দুটো ম্যাচেও খেলেছিল। বরোদার বিপক্ষে খেলার আগে ও অসুস্থ বোধ করে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি। কিছু পরীক্ষার পর দেখা যায়, ওর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি। ওর কিডনি এবং পরবর্তীকালে অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা সবটা দিয়ে চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।”

হিমাচলের তরুণ ক্রিকেটারের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং। টুইটারে শোকবার্তায় জানানো হয়েছে, “হিমাচল প্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিজয়ী দলের সদস্য় এবং রাজ্য়ের তারকা জোরে বোলার সিদ্ধার্থ শর্মার মৃত্য়ুতে শোকজ্ঞাপন করছি। প্রয়াত ক্রিকেটারের শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মা শান্তি পাক।”

সিদ্ধার্থের প্রয়াণের খবর শুনে ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন টুইটারে শোকজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, “এটা ভয়ঙ্কর। আশা করি প্রতিটি রাজ্য অ্যাসোসিয়েশন বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য পর্যায়ক্রমিক স্বাস্থ্য পরীক্ষা করবে। অনেক ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং বেশিরভাগ ক্রিকেটাররা সারা বছরই এতে ব্যস্ত থাকেন। সিদ্ধার্থের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”