Virat Kohli: ‘বিরাট কোহলি ক্রিকেটের মাইকেল জর্ডন’, এমন মন্তব্য করলেন কে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 08, 2023 | 8:02 PM

বাস্কেটবল দুনিয়ার অতি পরিচিত মুখ মাইকেল জর্ডন। এ বার কিংবদন্তি বাস্কেটবলার জর্ডনের সঙ্গে তুলনা হল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির।

Virat Kohli: বিরাট কোহলি ক্রিকেটের মাইকেল জর্ডন, এমন মন্তব্য করলেন কে?
Virat Kohli: 'বিরাট কোহলি ক্রিকেটের মাইকেল জর্ডন', এমন মন্তব্য করলেন কে?
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: কিংবদন্তি মাইকেল জর্ডনের (Michael Jordan) নাম শোননেনি, এমন ক্রীড়াপ্রেমী খুব কমই রয়েছেন। বাস্কেটবল দুনিয়ার অতি পরিচিত মুখ মাইকেল জর্ডন। এ বার কিংবদন্তি বাস্কেটবলার জর্ডনের সঙ্গে তুলনা হল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। দেশে তো বটেও, বিদেশেও তাঁর অগণিত ভক্তরা ছড়িয়ে। সম্প্রতি মার্কিন বাস্কেটবলার মাইকেল জর্ডনের সঙ্গে কোহলির তুলনা করেছেন হলিউড সুপারস্টার জ্যাক ব্ল্যাক। কিং কোহলির বড় ভক্ত হলিউড তারকা জ্যাক ব্ল্যাক। বিরাটকে নিয়ে এ বার কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে এশিয়া কাপে ব্যস্ত ভারতের অন্যতম সেরা অস্ত্র বিরাট কোহলি। সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হলিউড তারকা জ্যাক ব্ল্যাক বিরাট প্রশংসা করেছেন কোহলির। অতীতে হলিউড সিনেমা ‘জুমানজি’তে অভিনয় করা তারকাদের এক সাক্ষাৎকার নিয়েছিলেন জসপ্রীত বুমরার স্ত্রী, সঞ্চালিকা সঞ্জনা গণেশন। সেই সাক্ষাৎকারেই জ্যাক ব্ল্যাক বিরাট প্রশংসা করেছিলেন কোহলির। তিনি বলেন, ‘এটা বলতে চাই যে, আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। সকল ক্রিকেটারদের মধ্যে ও অসাধারণ। বিরাট কোহলি আসলে ক্রিকেটের মাইকেল জর্ডন।’


এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি। ৭ বলে ৪ রান করেছিলেন কোহলি। তাঁর উইকেট নিয়েছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ১০ সেপ্টেম্বর আবার এশিয়া কাপের সুপার-৪ পর্বে ভারতের প্রথম ম্যাচ। এশিয়া কাপের গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান।

Next Article