India vs West Indies: ভরা গ্যালারিতেই হোয়াইটওয়াশের অপেক্ষায় ইডেন
রবিবার শেষ টি-টোয়েন্টি। নন্দনকানন ছেড়ে বেরোনোর সময় প্রত্যেকের মুখে একটাই কথা- রবিবারের ম্যাচটা মিস করলে চলবে না। হোয়াইটওয়াশটা চাক্ষুষ না করলে মন যে ভরবে না।
কলকাতা: ইডেন তো রবিবারের অপেক্ষায়। শুক্রবারের ভারত-ওঃ ইন্ডিজ (India vs West Indies) ম্যাচ যেন তারই মহড়ামাত্র। বুধের মতো শুক্রবারও ইডেনে হাজির ছিল আড়াই হাজার দর্শক। রবিবারের ম্যাচে যে সংখ্যাটা ২৫ হাজার পার করতে চলেছে। সাধারণের জন্য না হলেও, সদস্যদের দিয়েই ইডেন ভরানোর অপেক্ষায় সিএবিও। খেলা উৎসুক শহরের আর কিই বা চাই! শুক্রবারের ইডেনে শুরুতে বিরাট কোহলি আর তারপর ঋষভ পন্থ-ভেঙ্কটেশ আইয়ার জুটি আড়াই হাজার দর্শককে আনন্দ দিয়ে গেলেন। আর শেষ ৩ ওভারে হর্ষল, ভুবনেশ্বরের আঁটোসাঁটো বোলিং। তাতেই সিরিজ জয় ভারতের।
That's that from 2nd T20I. A nail biting finish as #TeamIndia win by 8 runs to take an unassailable 2-0 lead in the series.@Paytm #INDvWI pic.twitter.com/blSuQYQvlv
— BCCI (@BCCI) February 18, 2022
১৯ মার্চ ২০১৬-র পর ইডেনে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি কোহলির। সে বারেরটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই কথা বলেছিল ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট। শুক্রবারও স্লগ ওভারে চালিয়ে ব্যাটিং করলেন ভেঙ্কটেশ। ইডেনের দর্শকদের সামনে খেলার বহুদিনের শখ ছিল তাঁর। পন্থ-আইয়ার জুটিতে ২৩ বলে উঠল ৫০ রান। শেষ হল ৩৮ বলে ৭৬ রানের পার্টনারশিপে। ভেঙ্কটেশ করলেন ১৮ বলে ৩৩ রান। পন্থ ২৮ বলে অপরাজিত ৫২।
এ তো ব্যাটিংয়ের কথা। বোলিংয়ে শেষ ৩ ওভারে টাইট বোলিং ভারতীয় বোলারদের। একটা সময় মনে হচ্ছিল পাওয়েল-পুরান জুটি ম্যাচটা বার করে নিয়ে যাবেন। তৃতীয় উইকেট জুটিতে উঠল ৬০ বলে ১০০ রান। কিন্তু রোহিত-বিরাটদের তাতালেন ইডেনের আড়াই হাজার দর্শক। আর ওতেই কামব্যাক ভারতের। দ্বাদশ ব্যক্তির কাজটা করল ইডেনজনতাই। ২-০ সিরিজ জিতে ইডেনজনতার দিলখুশ। রবিবার শেষ টি-টোয়েন্টি। নন্দনকানন ছেড়ে বেরোনোর সময় প্রত্যেকের মুখে একটাই কথা- রবিবারের ম্যাচটা মিস করলে চলবে না। হোয়াইটওয়াশটা চাক্ষুষ না করলে মন যে ভরবে না।
আরও পড়ুন: India vs West Indies: কোহলি-পন্থের দাপটে ফিকে হল পুরান-পাওয়েলের ঝড়