নয়াদিল্লি: ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল (KL Rahul) ক্রমাগত খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি দুটো টেস্টে টিমে রাখা হয়েছে তাঁকে। দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। ভারতীয় ক্রিকেট মহল দু’ভাগে বিভক্ত। কেউ কেউ রাহুলকে সুযোগ দেওয়ার পক্ষপাতি, কেউ আবার তাঁকে দলে চাইছেন না। এমন টালমাটাল পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েন তিনি। কিন্তু ক্রিকেটার হিসেবে কেমন ছিলেন আকাশ? কতটা ঝলমলে ছিল তাঁর পরিসংখ্যান? বিস্তারিত TV9 Bangla–য়।
ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন আকাশ চোপড়াও। ২০০৩ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় তাঁর। আমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট তিনি ৪২ ও ৩১ রানের দুটি ইনিংস খেলেছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি ৬০ ও ৫২ রান করেন। সেই বছরের শেষেই বর্ডার-গাভাসকর সিরিজেও ভারতের হয়ে খেলার ডাক পান আকাশ। কিন্তু তারপর তিনিও নিজেকে সে ভাবে প্রমাণ করতে পারেননি। বর্তমানে ৪৫ বছরের এই প্রাক্তন ক্রিকেটার একজন ক্রিকেট ধারাভাষ্যকার ও ইউটিউবার। কমেন্ট্রেটার হিসেবে অবশ্য বেশ সাফল্য পেয়েছেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে চারটি টেস্ট খেলার সুযোগ পান আকাশ চোপড়া। ৪ টি ইনিংসে ২৩.২৫ গড়ে ১৮৬ রান করেছেন তিনি।তাতে কোনও শতরান বা অর্ধশতরান নেই। এরপর ২০০৪ সালে টিম ইন্ডিয়া ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল। সেই সিরিজ দু’বার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু দুটির মধ্যে কোনওটিই পারফর্ম করতে পারেননি আকাশ। সেই বছরই অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছিল তখনও দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও দুই ম্যাচে তিনি দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। এরপর আর ভারতের হয়ে খেলার সুযোগ হয়নি আকাশ চোপড়ার। ১০ ম্যাচের টেস্ট কেরিয়ারে তিনি ১৯ টি ইনিংস খেলে ৪৩৭ রান করেছেন। গড় ২৩।
আর সুযোগ না পাওয়ার পেছনে কারণ হল, ২০০৪ সালেই ভারতের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন গৌতম গম্ভীর। তখন স্থায়ী ওপেনার ছিলেন সেওয়াগ। এ ছাড়া ওয়াসিম জাফরও ভালো ছন্দে ছিলেন তখন। এই কারণেই ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শন করার পরও ভারতের হয়ে আর টেস্ট খেলার সুযোগ পাননি আকাশ চোপড়া। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো প্রদর্শন না করতে পারলেও কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ড চমৎকার। দিল্লি, হিমাচল ও রাজস্থানের হয়েও খেলেছেন তিনি। ১৬২ টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৫.৩৫ এর গড়ে ১০৮৩৯ রান করেছেন। এতে ২৯ টি সেঞ্চুরির পাশাপাশি ৫৩ টি অর্ধশতকও রয়েছে।এমনকি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু আকাশ চোপড়া কখনওই তাঁর প্রতিভা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি।