Rishabh Pant Accident: ভয়াবহ দুর্ঘটনার পর বাইশ গজে পন্থ ফেরা কি দুঃসাধ্য হয়ে গেল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 30, 2022 | 6:06 PM

দুর্ঘটনাস্থল থেকে পন্থকে প্রথমে রুরকির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর সেখান থেকে ম্যাক্স হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

Rishabh Pant Accident: ভয়াবহ দুর্ঘটনার পর বাইশ গজে পন্থ ফেরা কি দুঃসাধ্য হয়ে গেল?
রুরকির হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ।
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বছর শেষে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। ক্রিকেট মহল ঋষভের এই অবস্থা দেখে রীতিমতো চিন্তিত। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন পন্থ। আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পাওয়া পন্থের ক্রিকেটে ফেরা ঘোর অনিশ্চয়তার মধ্যে। আশঙ্কার কালো মেঘ পন্থের ক্রিকেট (Cricket) কেরিয়ারে। ভয়াবহ দুর্ঘটনার পর ২২ গজে কবে কামব্যাক হতে পারে পন্থের, বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

দুর্ঘটনাস্থল থেকে পন্থকে প্রথমে রুরকির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর সেখান থেকে ম্যাক্স হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। রুরকির সক্ষম হাসপাতালে দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থকে প্রথম দেখেন চিকিৎসক সুশীল নাগার। তিনি পন্থের সঙ্গে কথাও বলেন। সংবাদসংস্থা পিটিআইকে ওই চিকিৎসক বলেন, “যখন তাঁকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি পুরোপুরি সচেতন ছিল এবং আমি তাঁর সঙ্গে কথা বলেছিলাম। তিনি তাঁর মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি যাচ্ছিলেন। তিনি আহত হয়েছেন, কারণ গাড়িতে আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি গাড়ির জানালা ভেঙে গাড়ি থেকে লাফ দিয়েছিলেন। তাঁর পিঠের অনেকটা অংশে রাস্তায় ঘষা লেগে যায়। তাঁর পিঠের আঘাতগুলি পোড়ার কারণে হয়নি। এবং সেই চোট খুব গুরুতর নয়।”

পন্থের মাথায় দু’টো সেলাই পড়েছে। তাঁর পায়ের পাতায় চোট রয়েছে। ডান হাতের কবজিতেও চোট রয়েছে। ডান হাঁটুতে লিগামেন্টেও চোট আছে। এই লিগামেন্ট চোটই বেশি ভোগাতে পারে পন্থকে। এই মুহূর্তে গোটা বিশ্ব পন্থের আরোগ্য কামনা করছে। পাশাপাশি এই পরিস্থিতিতে যে প্রশ্নটি বেশি জোরাল হয়েছে, তা হল ২২ গজে কবে ফিরবেন পন্থ?

পন্থের আঘাতের যা অবস্থা, ক্রিকেট মহলের মতে তাঁর মাঠে ফিরতে লম্বা সময় লাগবে। ঋষভের এমআরআইয়ের এর পর চোটের গভীরতা জানা যাবে। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে পন্থকে।  শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া আসন্ন সাদা বলের সিরিজে নেই পন্থ। নতুন বছরের ফেব্রুয়ারিতে বর্ডার গাভাসকর ট্রফির আগে এনসিতে একটি স্ট্রেন্থ ও কন্ডিশনিং প্রোগ্রামে পন্থের যোগ দেওয়ার কথা ছিল।

পন্থের হাঁটুতে চোট পাওয়াটা বেশি চাপের। তিনি যেহেতু উইকেটকিপার। বার বার ওঠা বসা করতে হয়। তাই হাঁটুর চোটটা তাঁকে বেশি ভোগাতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কতদিনে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন, তা বলাটা চাপের। লিগামেন্টের চোটের কারণে, ন্যূনতম পন্থকে ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পন্থের উচ্চমানের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে বিসিসিআই।

আগামী বছরের আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিল মাসে। ফলে, ঋষভের লিগামেন্টের চোট তার মধ্যে সেরে যাবে কিনা, তা নিয়ে একটা আশঙ্কা থাকছেই। গুরুতর আঘাত পাওয়ার মাত্র ৪ মাসের মাথায় পন্থ যে পুরোপুরি সুস্থ হয়ে দলকে নেতৃত্ব দিতে পারবেন না, এমনটাই মত ক্রিকেটমহলের।

Next Article