Duleep Trophy: দলীপ ট্রফি খেলে কত টাকা আয় ক্রিকেটারদের? রইল অঙ্ক…

Sep 09, 2024 | 11:46 PM

Duleep Trophy 2024: একটা সময় জাতীয় দলে সুযোগ পাওয়ার পর অনেক ক্রিকেটারই আর ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইতেন না। এখন অবশ্য বোর্ডের নির্দেশ এবং উদ্যোগে পরিস্থিতি বদলেছে। বরং দলে জায়গা পেতেই প্রতিযোগিতা। আচ্ছা, দলীপ ট্রফির ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?

Duleep Trophy: দলীপ ট্রফি খেলে কত টাকা আয় ক্রিকেটারদের? রইল অঙ্ক...
Image Credit source: PTI FILE

Follow Us

দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষ। ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। ২ ম্যাচের সিরিজ হলেও আপাতত প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। দলীপের প্রথম রাউন্ড খেলে অনেকেই প্রথম টেস্টের জন্য জাতীয় দলের শিবিরে যোগ দিতে যাচ্ছেন। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি স্কোয়াডেই কিছু বদল হবে। একটা সময় জাতীয় দলে সুযোগ পাওয়ার পর অনেক ক্রিকেটারই আর ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইতেন না। এখন অবশ্য বোর্ডের নির্দেশ এবং উদ্যোগে পরিস্থিতি বদলেছে। বরং দলে জায়গা পেতেই প্রতিযোগিতা। আচ্ছা, দলীপ ট্রফির ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?

ঘরোয়া ক্রিকেটে না খেলা নিয়ে গত মরসুমে বোর্ডের রোষে পড়েছিলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। পরে বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন এই দু-জন। শ্রেয়স অবশ্য দ্রুতই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। পরে জাতীয় দলেও কামব্যাক করেন। ঈশান কিষাণ এ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ফেরা মনস্থির করেছেন। যদিও চোটের কারণে প্রথম ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্যও অপেক্ষা করতে হবে। যেমন কড়া বার্তা ছিল, তেমনই ঘরোয়া ক্রিকেটে উপার্জনের অঙ্ক বাড়িয়ে আর্থিক নিরাপত্তারও উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হলে অঙ্কের সঠিক পরিমাণ অবশ্য এখনও জানা যায়নি। তবে বোর্ডের ঘরোয়া ক্রিকেটের নতুন আর্থিক পরিকাঠামো অনুযায়ী অঙ্কটা ১ কোটি হতে পারে। রানার্স টিম পাবে ৫০ লক্ষ। বর্তমান পরিকাঠামো অনুযায়ী, রঞ্জি ট্রফিতে ৪১-এর বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা ম্যাচে সুযোগ পেলে প্রতিদিন ৬০ হাজার টাকা হিসেবে আয় করবেন। ২১-৪০টি ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য দৈনিক অর্থের পরিমাণ ৫০ হাজার। যারা ২০টির কম ম্যাচ খেলেছেন, তাঁদের ৪০ হাজার টাকা। দলীপে যাঁরা খেলছেন, তাঁদের ক্ষেত্রেও রঞ্জি ট্রফির ম্যাচ অনুযায়ীই অর্থ দেওয়া হবে।

উদাহরণ হিসেবে প্রথম রাউন্ডে ভারত এ বনাম বি-র ম্যাচের সেরা মুশির খানকেই ধরা যাক। ১৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন দলীপ অভিষেকেই। তিনি রঞ্জিতে ৫টি ম্যাচ খেলেছেন। সেই অনুযায়ী দলীপে চারদিনের ম্যাচে (তিনটি ম্যাচ খেললে) তাঁর সর্বাধিক আয় হতে পারে ৪.৮ লক্ষ টাকা। তাঁর টিম ফাইনালে উঠলে এবং মুশির সব ম্যাচেই সুযোগ পেলে অঙ্কটা বাড়বে।

Next Article