
সদ্য় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ক্রিকেটাররা দেশে ফিরছেন। কয়েক দিনের বিশ্রাম। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু। ২২ মার্চ শুরু আইপিএলের পরবর্তী সংস্করণ। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখনও ঘোরের মধ্যে। সেই ২০১৩ সালের পর ওডিআই ফরম্যাটে কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মহম্মদ সামি। টুর্নামেন্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে ফাইফারও রয়েছে। প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রুও দিয়েছেন।
মহম্মদ সামি গত এক বছর প্রবল চাপে ছিলেন। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পরই চোটের কারণে মাঠের বাইরে। অবশেষে প্রায় দেড় বছর পর কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স। তবে তাঁর ব্যক্তিগত জীবন সেই তিমিরেই। মাঝে অনেক জল্পনাও উঠেছিল। সবটা যে জল্পনাই, জানিয়েছিলেন সামিই।
এর মাঝেই আলোচনায় সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানও। প্রতি মাসেই একটা বড় অঙ্ক খোরপোষ হিসেবে দিতে হয় সামিকে। সেই ২০১৭ সালে সামির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হাসিন। মাসে ১০ লক্ষ টাকা খোরপোষের দাবি করেছিলেন। সেখানে উল্লেখ করেছিলেন ৭ লক্ষ টাকা নিজের জন্য এবং ৩ লক্ষ তাঁদের কন্যার জন্য। ২০২৩ সালে আদালত সামিকে নির্দেশ দিয়েছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতি মাসে দেওয়ার জন্য। যদিও হাসিন জাহান তাতে একমত ছিলেন না। তাঁর প্রয়োজনের তুলনায় এই টাকা যে খুবই কম, জানিয়েছিলেন হাসিন। সামি যেহেতু বোর্ডের চুক্তির থেকে ৭ কোটি টাকা পান, ফলে তাঁর পক্ষে মাসে ১০ লক্ষ টাকা দেওয়া কোনও বিষয় নয়, এ কথাও উল্লেখ করেছিলেন হাসিনের আইনজীবি।