AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: কার কথায় গোয়ায় খেলার সিদ্ধান্ত বদলে আবার মুম্বইয়ে যশস্বী জয়সওয়াল?

Indian Cricket News: গোয়া নয়, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। কেন সিদ্ধান্ত নিয়েও আবার বদলেছেন যশস্বী? এর পিছনের গল্প এতদিনে জানা গেল।

Yashasvi Jaiswal: কার কথায় গোয়ায় খেলার সিদ্ধান্ত বদলে আবার মুম্বইয়ে যশস্বী জয়সওয়াল?
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Aug 07, 2025 | 1:40 PM
Share

কলকাতা: ঝামেলা কার সঙ্গে হয়েছিল, তা গোপনই রেখেছেন। তবে মুম্বই টিম ছেড়ে রঞ্জি খেলার জন্য গোয়া যাওয়ার সিদ্ধান্ত যে নিয়েছিলেন, তা ক্রিকেট মহল জানে। সেই সিদ্ধান্ত আবার বদলেও ফেলেছেন। গোয়া নয়, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। কেন সিদ্ধান্ত নিয়েও আবার বদলেছেন যশস্বী? এর পিছনের গল্প এতদিনে জানা গেল। সদ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলে দেড় মাস পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। তারই মধ্যে যশস্বীর সিদ্ধান্ত বদলের পিছনে কে, তা ফাঁস করে দিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা। রোহিত শর্মার জন্যই গোয়ার বদলে মুম্বইয়ের খেলার সিদ্ধান্ত নেন যশস্বী।

মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অজিঙ্ক নায়েক বলেছেন, ‘রোহিতই কেরিয়ারের এই সময়টাতে মুম্বইয়ের হয়ে খেলার জন্য বলেছিল যশস্বীকে। রোহিতই ওকে বোঝায়, মুম্বইয়ের মতো টিমের হয়ে খেলা বিরাট সম্মানের ব্যাপার। ৪২বার রঞ্জিজয়ী টিম। একই সঙ্গে ওকে বলেছিল, এটা যেন ভুলে না যায়, এই মুম্বইয়ের হয়ে খেলেই উত্থান হয়েছে যশস্বীর। ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে। নিজের প্রতিভা তুলে ধরতে পেরেছে। সেই কারণে ওর কৃতজ্ঞ থাকা উচিত।’

রোহিতের সঙ্গে কথা বলার পরই যশস্বী নিজের ভুল বোধহয় বুঝতে পেরেছিলেন। অজিঙ্কের কথায়, ‘রোহিতের সঙ্গে কথা বলার পর যশস্বী মুম্বই ক্রিকেটের আরও কয়েকজন নামী প্লেয়ারের সঙ্গে কথা বলেছিল। তারপরই সিদ্ধান্ত নেয়, গোয়া নয়, মুম্বইয়ের হয়েই খেলবে। এনওসি প্রত্যাহারের আবেদন জানায়।’

উত্তরপ্রদেশের সুরিয়াওয়ানের ছেলে হলেও খুব অল্প বয়সেই মুম্বই চলে যান যশস্বী। সেখানেই শুরু করেন তাঁর খেলা। প্রতিভাবান ছেলেকে চিনতে দেরি হয়নি। মুম্বইয়ের বয়সভিত্তিক দলে সুযোগও পেয়ে যান। ২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় যশস্বীর। তারপর আর ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।