Ind vs Pak : ঘাসে বসলে ২৫০০ টাকা! শুরু ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 18, 2023 | 11:59 AM

Asia Cup 2023 : সংরক্ষিত আসন নয়, স্টেডিয়ামের ঘাসে বসে ম্যাচ দেখতে হলে প্রায় ২৫০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।

Ind vs Pak : ঘাসে বসলে ২৫০০ টাকা! শুরু ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি

Follow Us

কলকাতা : এমন সুযোগ তো সচরাচর আসে না। ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ যেন ডুমুরের ফুল। আইসিসি বা এসিসি টুর্নামেন্টের জন্য হা পিত্যেশ করে অপেক্ষা করতে হয়। তবে ক্রিকেট অনুরাগীদের সব আক্ষেপ পুষিয়ে দেবে ২০২৩ সাল। এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ উভয় টুর্নামেন্টে একাধিকবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিম। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখতে ট্যাঁকের কড়ি ভালোমতোই খরচ করতে হবে। এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হচ্ছে ৩০ অগস্ট থেকে। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেখানে ভারত-পাক ম্যাচের টিকিটের জন্য হুড়োহুড়ি। সংরক্ষিত আসন তো দূরের কথা ঘাসে বসে ম্যাচ দেখতে হলেও খরচ করতে হবে ২৫০০ টাকার মতো! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত-পাকিস্তান গ্রুপ পর্বে মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর। এই ম্যাচের জন্য সবচেয়ে সস্তার টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়। এই দামে আপনি কিন্তু বসার সিট পাবেন না। ঘাসের উপর বসে ম্যাচ দেখতে হবে। সিটে বসে আরাম করে ম্যাচ দেখতে হলে কম করে ১০ হাজার টাকা খরচ করতে হবে। ভারত-পাক ম্যাচের টিকিটের সর্বাধিক দাম ২৫ হাজার টাকা। শুধুমাত্র এই হাইভোল্টেজ ম্যাচের টিকিটের দামই বেশি। অন্যান্য ম্যাচের ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে ৩০০০ টাকায়! ৩১ অগস্টের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের ভিভিআইপি টিকিটের দাম ২৯০০ টাকা। বর্তমানে শুধুমাত্র গ্রুপ পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। গ্রুপ পর্ব বাদ দিলে সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে ১০ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর।

কীভাবে টিকিট বুক করবেন?

১. pcb.bookme.pk ওয়েবসাইটে যেতে হবে

২. পাকিস্তান বনাম ভারত ম্যাচ সিলেক্ট করুন

৩. পছন্দের ক্যাটাগরি এবং সিট বেছে নিন

৪. নাম, পাসপোর্ট ডিটেলস এবং ব্যক্তিগত বিবরণ দিতে হবে

৫. এরপর পেমেন্ট করে টিকিট বুক করুন

Next Article