India vs South Africa: খুড়িয়ে মাঠ ছেড়েছিলেন, সেরার পুরস্কার জিতে যা বললেন সূর্য…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 15, 2023 | 7:00 AM

IND vs SA 3rd T20I, Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের রেকর্ড চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং যশস্বীর অর্ধশতরানে দক্ষিণ আফ্রিকাকে ২০২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। হার-জিতের চেয়েও ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি করে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের চোট। গত ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় হাফসেঞ্চুরির রেকর্ড টি-টোয়েন্টিতে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিতে ছুঁয়েছেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলকে।

India vs South Africa: খুড়িয়ে মাঠ ছেড়েছিলেন, সেরার পুরস্কার জিতে যা বললেন সূর্য...
Image Credit source: X

Follow Us

জোহানেসবার্গ: টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশে হোক বা বিদেশ, দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফরম্যান্স ঈর্ষণীয়। দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজের অঙ্ক জটিল ছিল। টানা দু-ম্যাচ জিতলে তবে সিরিজের আশা ছিল। দ্বিতীয় ম্যাচে হারে ভারত। ফলে সিরিজ জয়ের আশা ছিল না ভারতের কাছে। জোহানেসবার্গে হার বাঁচানোর লড়াই ছিল। টস ভাগ্য এই ম্যাচেও সঙ্গ দেয়নি সূর্যকুমার যাদবের। এই নিয়ে সাতটি ম্যাচের মধ্যে মাত্র এক বার টস জিতেছেন স্কাই। টস না জিতলেও ম্যাচ জেতার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখলেন ভারত অধিনায়ক। তাঁর চোট অবশ্য অস্বস্তিতে রেখেছিল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সূর্যকুমার যাদবের রেকর্ড চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং যশস্বীর অর্ধশতরানে দক্ষিণ আফ্রিকাকে ২০২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। হার-জিতের চেয়েও ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি করে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের চোট। গত ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় হাফসেঞ্চুরির রেকর্ড টি-টোয়েন্টিতে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিতে ছুঁয়েছেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলকে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুতেই ফিল্ডিংয়ে চোট পান সূর্য।

অস্বস্তির কারণ, ঠিকমতো হাঁটতেই পারছিলেন না সূর্যকুমার যাদব। কোনওরকমে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়েন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতে যা বললেন, তা অবশ্য স্বস্তিতে রাখার মতোই। সূর্যর কথায়, ‘হাঁটতে পারছি মানে সব ঠিকই আছে। চোট গুরুতর নয়। সেঞ্চুরি করাটা সবসময় আনন্দের। বিশেষ করে সেটা যদি দলকে জেতাতে কাজে লাগে, আনন্দ আরও বেশি হয়। আমরা একটা জিনিসই চেয়েছিলাম, পরিস্থিতি যেমনই হোক, ভয়ডরহীন ক্রিকেট খেলব। এই ম্যাচে সেটাই করতে পেরেছি।’

ব্যাটিংয়ে যেমন সূর্য, বোলিংয়ে কৃতিত্ব দিতে হয় কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজাকে। কুলদীপ মাত্র ১৭ রানে পাঁচ উইকেট নেন। টি-টোয়েন্টিতে এটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। জন্মদিনে এমন একটা পারফরম্যান্স। অধিনায়ক সূর্য বলছেন, ‘তিন উইকেট নিক বা চার উইকেট। কুলদীপ কখনোই সন্তুষ্ট হত না। জন্মদিনে নিজেই নিজেকে সেরা উপহার দিল।’