T20 World Cup 2021: ‘আমি বর্ণবিদ্বেষী নই’, ক্ষমা চেয়ে বললেন কুইন্টন ডি’কক
ডি'কক যোগ করে বলেন, 'আমি এমন এক পরিবার থেকে এসেছে যেখানে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গের কোনও ভেদাভেদ নেই। আমার সত্ মা কৃষ্ণাঙ্গ। আমার বোন শ্বেতাঙ্গ। আমি যখন জন্মেছি, তখন থেকেই কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ বিষয় নিয়ে ওয়াকিবহাল। প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। সবার জন্য সমান অধিকার, এটাকে বরাবর সমর্থন করেছি। গত রাতে বোর্ডের সঙ্গে অনেকক্ষণ কথা হয়। আমি আবেগতাড়িত হয়ে পড়ি।'
দুবাই: কৃষ্ণাঙ্গ আন্দোলনে যোগ না দিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন কুইন্টন ডি’কক (Quinton De Kock)। বর্ণবিদ্বেষের প্রতিবাদে সামিল না হওয়ায় তাঁকে দল থেকে বাদ দেয় টিম ম্যানেজমেন্ট। যে বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (Cricket South Africa)। তোলপাড় হয়ে যায় ক্রিকেটবিশ্ব। দু’দিন পর অবশেষে সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন কুইন্টন ডি’কক।
ওই ঘটনা প্রসঙ্গে প্রোটিয়া উইকেটকিপার ক্ষমা চাওয়ার পাশাপাশি এও জানান, পরবর্তীতে তিনি ‘ব্ল্যাক লাইভস ম্যাটারে’ অংশ নিয়ে হাঁটু মুড়বেন। ডি’ককের স্বীকারোক্তি প্রকাশ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডি’কক বলেন, ‘সতীর্থ এবং দেশবাসীর কাছে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি কখনও চাইনি এমন ঘটনার সঙ্গে আমার নাম জড়াক। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গুরুত্ব আমি জানি। আমি এও জানি, আমাদের মতো ক্রিকেটারদের কাছে এর গুরুত্ব ঠিক কতটা। কারণ আমরা সবার কাছে দৃষ্টান্ত স্থাপন করি। আমি হাঁটু মুড়লে যদি অন্যরা শিক্ষিত হয়, অন্যদের জীবন আরও ভালো হয় তাহলে আমি হাঁটু মুড়তে রাজি। আমি নিজেও চাই সেটা করতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাঁটু মুড়তে না চাওয়ায়, তাদেরকে অপমান করার কোনও ইচ্ছে ছিল না। হয়তো অনেকে এটা বুঝবে না। মঙ্গলবার ম্যাচের দিন সকালেই ঘটনাটা সামনে আসে।’
Quinton de Kock statement ? pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021
এরই সঙ্গে ডি’কক যোগ করে বলেন, ‘আমি এমন এক পরিবার থেকে এসেছে যেখানে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গের কোনও ভেদাভেদ নেই। আমার সত্ মা কৃষ্ণাঙ্গ। আমার বোন শ্বেতাঙ্গ। আমি যখন জন্মেছি, তখন থেকেই কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ বিষয় নিয়ে ওয়াকিবহাল। প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। সবার জন্য সমান অধিকার, এটাকে বরাবর সমর্থন করেছি। গত রাতে বোর্ডের সঙ্গে অনেকক্ষণ কথা হয়। আমি আবেগতাড়িত হয়ে পড়ি। আমাদের সবারই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। ম্যাচের দিন যেটা হয়েছিল, সেটাকে এড়ানোও যেতে পারত। আমি জানি, আমি একটা ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছি। কিন্তু আমাদের আগে বলা হয়েছিল, যার যা ইচ্ছে তাই করতে।’
ডি’কক বলেন, ‘এই ঘটনা আমার পরিবারকে আঘাত দিয়েছে। আমার সন্তানসম্ভবা স্ত্রীয়ের মনেও প্রভাব ফেলেছে। আমি বর্ণবিদ্বেষী নই। আমি নিজে জানি আমি কি। যারা আমাকে চেনে তারাও জানে। আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবনা কতটা আঘাত পেয়েছি আমি। আমি মিথ্যা বলছি না। আমি আমার প্রত্যেক সতীর্থকে ভালোবাসি। দেশের হয়ে ক্রিকেট খেলা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।’
আরও পড়ুন: T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে স্টার্কের চোটই চিন্তা অস্ট্রেলিয়ার