Harmanpreet Kaur : বাংলাদেশ সফরে নিজের আচরণের জন্য অনুতপ্ত নন হরমনপ্রীত!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 21, 2023 | 8:17 AM

ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বাংলাদেশ সফরে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর আচরণের মাধ্যমে । যে কারণে তাঁকে দুই ম্যাচে নির্বাসিত করে আইসিসি।

Harmanpreet Kaur : বাংলাদেশ সফরে নিজের আচরণের জন্য অনুতপ্ত নন হরমনপ্রীত!

Follow Us

লন্ডন : নিজের আচরণের জন্য দু ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। বাংলাদেশ সফরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet kaur) আচরণ মোটেও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত, ফটোসেশনের সময় বাংলাদেশ ক্যাপ্টেনের সঙ্গে দুর্ব্য়বহারের অভিযোগ ওঠে। প্রবল সমালোচনার মুখে পড়েন কৌর। দেশের প্রাক্তনীরাও হরমনের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছিলেন। যে কারণে দুটি ম্যাচে নিষিদ্ধ হন হরমন। আইসিসির শাস্তির পর প্রথম বার মুখ খুলেছেন ভারত অধিনায়ক। বর্তমানে ইংল্যান্ডের স্থানীয় লিগ দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন হরমনপ্রীত। সেখানেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওমেন ইন ব্লু ক্য়াপ্টেন বলেছেন, “আমি মোটেও অনুতপ্ত নই।” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

কী ঘটেছিল?

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন আম্পায়ারিং নিয়ে বেজায় রুষ্ট হয়েছিলেন হরমনপ্রীত কৌর। আউটের সিদ্ধান্তে খুশি না হওয়ায় স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন সজোরে। ম্যাচের পর বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করেন। এখানেই শেষ নয়। হরমন রাগের বহিঃপ্রকাশ ঘটান বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানার উপর। ফটোসেশনের সময় আম্পায়ারকে ডেকে ফটো তোলার করা বলেন। এমন আচরণের জেরে হরমনকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে হাংঝাউয়ে এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত।

যদিও হরমন নিজে তাঁর আচরণের জন্য লজ্জিত নয়। নির্বাসিত হয়ে কোনও অনুশোচনা নেই তাঁর। তিনি বলেছেন, “এটা বলব না যে আমি অনুতপ্ত। একজন খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন যাতে সব কিছু সঠিকভাবে হয়। খেলোয়াড় হিসেবে নিজের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আছে।”

Next Article