ICC ODI World Cup: ‘চোটের বাহানা দিয়ে পাকিস্তানিদের আবেগের সঙ্গে খেলছে শাদাব’: উমার গুল
Shadab Khan: পাকিস্তানের বর্তমান ফর্ম নিয়ে বার-বার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সিনিয়ররা। কখনও ক্রিকেটারদের ফিটনেস, কখনও আবার ক্রিকেটারদের মাঝে অমিল সব নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না প্রাক্তনীরা। এ বার এই তালিকায় জুড়ল সহ অধিনায়ক শাদাবের অসুস্থাও। প্রোটিয়াদের বিরুদ্ধে মাথায় চোট পেয়েছিলেন শাদাব। এরপর মাঠ ছাড়েন তিনি।
নয়াদিল্লি: টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান। চাপ বেড়েছে পাকিস্তান শিবিরে। বাবর আজমের অধিনায়কত্ব প্রশ্নের মুখে। পাক বোর্ডের তরফে কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না ক্রিকেটাররা এমন চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোট পান পাকিস্তান ক্রিকেটার ও সহ অধিনায়ক শাদাব খান (Shadab Khan)। তবে শাদাবের চোটকে মিথ্যে বলে দাবী প্রাক্তন পাক পেসার উমার গুলের। কী বলছেন এই পাক কিংবদন্তি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের বর্তমান ফর্ম নিয়ে বার-বার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সিনিয়ররা। কখনও ক্রিকেটারদের ফিটনেস, কখনও আবার ক্রিকেটারদের মাঝে অমিল সব নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না প্রাক্তনীরা। এ বার এই তালিকায় জুড়ল সহ অধিনায়ক শাদাবের অসুস্থাও। প্রোটিয়াদের বিরুদ্ধে মাথায় চোট পেয়েছিলেন শাদাব। এরপর মাঠ ছাড়েন তিনি। শাদাবের পরিবর্ত হিসেবে হাল ধরেন উসামা মীর। এই প্রসঙ্গে উমার গুলের বক্তব্য, “আমার মনে হয় না শাদাবের চোট গুরুতর। কারণ যখন দুই না তিন উইকেট বাকি ছিল তখন ক্যামেরার সামনে হাততালি দিতে দেখা যায় ওকে। বোঝাই যাচ্ছে ২৪ কোটি পাকিস্তানির আবেগ নিয়ে খেলা হচ্ছে। এটা মোটেও মজার বিষয় নয়।”
এই পরিস্থতিতে বেজায় চটেছেন গুল। আরও জানান, শাদাবের স্ক্যান রিপোর্টেও খারাপ কিছু নেই। তাই তাঁর মনে হয় চাপ থেকে পালাতেই চোটের বাহানা দিয়েছেন শাদাব। গুলের সমর্থণে এগিয়ে এসেছেন সোহেল তনবীর। তাঁর সংযোজন, ” আমাদের জানা নেই শাদাবের চোট কতটা গুরুতর। তবে ডাগআউটে ওর উপস্থিতি দেখে মনে হচ্ছিল, সত্যিই কি খেলার মতো অবস্থায় নেই ও? আমি এমন অনেক ক্রিকেটারদের চিনি যাঁরা ভাঙা হাত নিয়ে ব্যাটিং পর্যন্ত করেছেন। কারণ দলের সেই সময় তাঁদের প্রয়োজন ছিল।” শাদাবকে খোঁচা দিয়েই যে তিনি এমন কথা বলছেন তা স্পষ্ট।