কলকাতা : লঙ্কা প্রিমিয়র লিগে একটা সেঞ্চুরিই না হয় করেছেন। টি ২০ ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম (Babar Azam)। তাঁর পিছনে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। তা বলে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবেন? শুনতে অদ্ভুত লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও পিসিবি প্রধান রামিজ রাজা (Ramiz Raja)। লঙ্কা প্রিমিয়র লিগের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সেঞ্চুরি হাঁকানো বাবরের প্রশংসায় পঞ্চমুখ হন। কিন্তু প্রশংসা করতে গিয়ে তিনি বোধহয় একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেন। তাই লাইভ সম্প্রচার চলাকালীন বলে উঠলেন, ‘আমি বাবরকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই!’ বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
৭ জুলাই কলম্বো স্টাইকার্সের হয়ে লঙ্কা প্রিমিয়র লিগে সেঞ্চুরি হাঁকান পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। বর্তমানে এই ফরম্যাটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১০। এই কীর্তি ক্রিকেট বিশ্বে একমাত্র ক্রিস গেইল ছাড়া আর কারও নেই। বাবরের সেঞ্চুরির দিনে শিরোনাম জুড়ে রইলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। গল টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান করতেই কমেন্ট্রি বক্সে লাফিয়ে ওঠেন রামিজ রাজা। বাবর প্রসঙ্গে বলেন, “সিকিউটি, ক্লাস ও কোয়ালিটির হাফ সেঞ্চুরি। শান্ত থেকে পরিস্থিতি নিজের দিকে টেনে নেওয়ার মতো। ব্য়াটিংয়ের গভীরে যেতে পারে ও। আমি ওকে খুব ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই।”
“I absolutely love him, want to marry him(Babar Azam)” :- Former Pak cricketer Ramiz Raja
???? pic.twitter.com/XsMn7eguQm— Hindu Boy (@HinduBoy09) August 8, 2023
বাবর আজম ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান। ১৮৯ রান তাড়া করতে নেমে শেষ ওভারে আউট হন বাবর। তবে কলম্বো স্টাইকার্সের জয় রোখা যায়নি। মহম্মদ নওয়াজের ৪ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস বাবরের সেঞ্চুরির মান রাখে। এক বল বাকি থাকতেই জিতে যায় কলম্বো।