Virat Kohli: ‘এত করেও আমি ব্যর্থ অধিনায়ক’, আক্ষেপ ঝরে পড়ল বিরাটের গলায়

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 25, 2023 | 1:29 PM

অধিনায়ক হিসেবে তাঁর নামে পাশে নেই কোনও আইসিসি ট্রফি জয়ের নজির। ২০১৩ সালের পর থেকে ভারতের আইসিসি ট্রফি জয়ের অনন্ত অপেক্ষা চলছে।

Virat Kohli: এত করেও আমি ব্যর্থ অধিনায়ক, আক্ষেপ ঝরে পড়ল বিরাটের গলায়
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: তিনি নাকি ‘ব্যর্থ অধিনায়ক’। কারণ অধিনায়ক হিসেবে তাঁর নামে পাশে নেই কোনও আইসিসি ট্রফি জয়ের নজির। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) যোগ্য উত্তরসূরী যাঁকে ভেবেছিল ক্রিকেট বিশ্ব, সেই বিরাট কোহলি (Virat Kohli) দেশকে আইসিসি ট্রফি জয়ের দোরগোড়া পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। কিন্তু দেশবাসীকে কাপ তুলে নিতে পারেননি। ২০১৩ সালের পর থেকে ভারতের আইসিসি ট্রফি (ICC Trophy) জয়ের অনন্ত অপেক্ষা চলছে। এরই মধ্যে সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাই কোহলির নামের পাশে অনায়াসে ‘ব্যর্থ ক্যাপ্টেন’ তকমা বসিয়ে দিয়েছেন আম সমর্থক থেকে বিশেষজ্ঞরা। এখানেই আক্ষেপ প্রাক্তন অধিনায়কের। ‘এত করলাম, তবুও ব্যর্থ’…আক্ষেপ ঝরে পড়েছে বিরাটের গলায়। আরসিবির পডকাস্টে অকপট বিরাট ঠিক কী বলেছেন, তুলে ধরল TV9 Bangla। 

অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফির ঝুলি শূন্য। বিষয়টি নিয়ে কী বলবেন? আরসিবির পডকাস্টে বিরাট বলেছেন, “দেখুন, আমরা সবসময়ই জেতার জন্য মাঠে নামি। ২০১৭ সালে আমার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে ভারত। ২০১৯ সালের সেমিফাইনাল। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেশকে নেতৃত্ব দিয়েছি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছি (নকআউটে পা রাখতে পারেনি)। তিনটি আইসিসি টুর্নামেন্টে (আসলে চারটে) নেতৃত্ব দিয়েও আমি ব্যর্থ অধিনায়ক। নিজেকে কখনও এভাবে বিচার করিনি। যা সাফল্য পেয়েছি সবটাই দল হিসেবে।”

ক্যাপ্টেন হিসেবে না হলেও খেলোয়াড় হিসেবে আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন বিরাট। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ টিমে ছিলেন তিনি। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। পডকাস্টে বিরাট বলেন, “ক্রিকেটার হিসেবে আমি বিশ্বকাপ জিতেছি। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি। সেদিক থেকে দেখতে গেলে এমন অনেকেই রয়েছেন যাঁরা কখনও বিশ্বকাপ জিততে পারেননি। সত্যি বলতে কি, আমি ২০১১ সালের বিশ্বকাপ দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। সচিন তেন্ডুলকরের সেটি ষষ্ঠ বিশ্বকাপ ছিল এবং তাঁর হাতে কাপ উঠেছিল।”