ত্রিনিদাদ: ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে কিংবদন্তির মুখোমুখি ভারতের দুই তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের পর ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ এর সঙ্গে কথা বলার সুযোগ পান শুভমন ও ঈশান। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara) সাক্ষাৎকার নেন গিল-ঈশানের। সেই ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। ভারতের তরুণ তুর্কিদের কী টিপস দিলেন ব্রায়ান লারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে তৃতীয় ওডিআইয়ের শেষে ক্যারিবিয়ান কিংবদন্তি সাক্ষাৎকার নেন শুভমন ও ঈশানের। সাক্ষাৎকারের শুরুতেই লারা বলেন, ‘আমার নামের ক্রিকেট স্টেডিয়ামে ঈষান কিষান ও শুভমন গিল দুই তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলছি।’ লারা প্রথমেই ঈশানকে জিজ্ঞাসা করেন, ডাবল সেঞ্চুরির কথা মাথায় ছিল কিনা। ঈশান জানান, তাঁর মাথায় ডাবল সেঞ্চুরির ভাবনা ছিল। কিন্তু দলের পরিস্থিতি অনুযায়ী তিনি খেলেছেন।
লারার কাছ থেকে যা শিখেছেন ঈশান কিষাণ তা নিয়ে বলেন, ‘আমি শুনেছি আপনি বেশিরভাগ সময় লাঞ্চ অবধি ব্যাট করতেন। আপনি যদি মাঠে থাকেন অনুশীলনে যান এবং তারপর আবার ব্যাট করতে আসেন। এটা আপনার কাছ থেকে শিখেছি।’ এরপরই ঈশান বলেন, ‘আমরবি আমাকে একবার ইন্সটাগ্রামে মেসেজ করেছিলেন। যা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা ভেবে যে, সত্যিই আপনি আমাকে মেসেজ করেছেন? ক্রিকেটের কিংবদন্তি আমাকে মেসেজ করেছেন এতে আমি ভীষণ খুশি হয়েছিলাম।’
All ears when the ?????? ?? ???????? speaks ?️
?? ??? ???? – @BrianLara in conversation with @ShubmanGill & @ishankishan51 at the Brian Lara Stadium, Trinidad?? – By @ameyatilak
Full Conversation – https://t.co/xWbvEz9kjU #WIvIND pic.twitter.com/AOLgonqyGE
— BCCI (@BCCI) August 2, 2023
ঈশান আরও জানান, লারার নামের স্টেডিয়ামে পারফর্ম করতে পেরে তিনি খুশি। একইসঙ্গে ঈশান জানান হাইলাইটস দেখতে ভালোবাসেন তিনি। প্রায়শই তিনি লারার ব্যাটিং দেখেন। ঈশানের সতীর্থ শুভমন বলেন, ‘আপনাকে দেখলেই আমার যা মনে পড়ে, তা হল বোলারদের আপনার পেটানো। লাল বলে আপনার খেলা যখনই দেখেছি নজরে পড়েছে আপনি বোলারদের কীভাবে চ্যালেঞ্জে ফেলে দিতেন। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি।’
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের প্রতি ভালোবাসা প্রকাশ করে লারা জানান, ভারত তাঁর কাছে দ্বিতীয় বাড়ির মতো। তিনি বলেন, ‘ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। এই মুহুর্তে, ভারত একটি দ্বিতীয় একাদশ এমনকি তৃতীয় একাদশও বেছে নিতে পারে। এই অ্যাকাডেমিতে প্রতিভাবান তরুণদের দেখে আমি ভীষণ গর্বিত বোধ করছি।’