Cricket World Cup 2023: বিশ্বকাপে ভারতকে সাপোর্ট করব, কেন বলছে কিংবদন্তি ভিভ রিচার্ডস?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2023 | 7:00 AM

৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। দেড় মাস ধরে ভারতের মাটিতে মেগা ক্রিকেট শো। ভারত তো বটেই, সারা বিশ্ব মুখিয়ে রয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স টিম ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই টুর্নামেন্ট ভারতের উপর চাপ থাকবে অপরিসীম।

Cricket World Cup 2023: বিশ্বকাপে ভারতকে সাপোর্ট করব, কেন বলছে কিংবদন্তি ভিভ রিচার্ডস?
বিশ্বকাপে ভারতকে সাপোর্ট করব, কেন বলছে কিংবদন্তি ভিভ রিচার্ডস?
Image Credit source: BCCI

Follow Us

নয়াদিল্লি: ক্রিকেটের ইতিহাসে তিনি চিরকালীন আইডল। ক্রিকেট মাঠে আগ্রাসন হোক আর অলরাউন্ড পারফরম্যান্স, যদি একই আসনে কাউকে বসাতে হয়, ভিভ রিচার্ডসের (Viv Richards) কথা বলতে হবে। গত শতাব্দীতে সাত ও আটের দশকে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য়ের পিছনে ছিলেন ভিভ। চুইংগাম চিবোতে চিবোতে বিপক্ষের বোলিং শেষ করে দেওয়া ক্রিকেটগাথা হয়ে রয়েছে। এ বারের বিশ্বকাপে (World Cup 2023) সেই ভিভ রিচার্ডসের কালো ঘোড়া ভারত। ১২ বছ রপর ভারতের মাটিতে বিশ্বকাপ। এর আগের বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভারত। এ বার রোহিত শর্মাও (Rohit Sharma) দুরন্ত পারফর্ম করে দেখাতে পারেন, এমনই ভিভের। কী বলছেন তিনি, TV9Bangla Sports তুলে ধরল।

ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি বলে দিচ্ছেন, ‘ভারতের সঙ্গে মনে যোগাযোগ অনেক দিনের। দারুণ একটা দেশ। ভারতের মাটিতেই আমার অভিষেক হয়েছিল। সেই কারণে ওই দেশের সঙ্গে মানসিক একটা যোগ থেকেই গিয়েছে। এই কারণেই আমি ভারতকে সাপোর্ট করব। এমনিতেই ভারতীয় টিম চূড়ান্ত সাপোর্ট পাবে।’

৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। দেড় মাস ধরে ভারতের মাটিতে মেগা ক্রিকেট শো। ভারত তো বটেই, সারা বিশ্ব মুখিয়ে রয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স টিম ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই টুর্নামেন্ট ভারতের উপর চাপ থাকবে অপরিসীম। রোহিত শর্মা, বিরাট কোহলিদের তাকিয়ে থাকবেন সমর্থকরা। এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতীয় টিম প্রমাণ করেছে, ঘরের মাঠে বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নামবে। এশিয়া কাপ চ্য়াম্পিয়ন হলে মনোবল তুঙ্গে থাকবে ভারতের। রোহিত-বিরাট তো বটেই, পুরো টিমের কাছেই এই বিশ্বকাপ পরীক্ষা। চ্যাম্পিয়ন হতে না পারলে এই টিমের খোলনলচে বদলে যাবে। সেই চাপ মাথায় নেই মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

Next Article