বার্মিংহ্যামে চলছে দৃষ্টিহীনদের বিশ্ব গেমস। রয়েছে ক্রিকেটও। বিশ্ব গেমসের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বৃহস্পতিবার কার্যত এক পেশে সেমিফাইনালে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ট্রফির ম্যাচে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। আজ, শনিবার ক্রিকেটের ফাইনাল। সেই ম্যাচে মহারণ। বার্মিংহ্যামে দৃষ্টিহীনদের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সামনেই এশিয়া কাপ ক্রিকেট। রয়েছে এশিয়ান গেমসও। যদিও এশিয়া কাপেরই অপেক্ষা বেশি। আর সেই টুর্নামেন্টে বাড়তি অপেক্ষা ২ সেপ্টেম্বরের। এ বারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও হাতে গোনা কয়েকটি ম্যাচ সেখানে হবে। বাকি সব ম্যাচই শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর রোহিত শর্মা, বাবর আজমরা মুখোমুখি হতে চলেছেন। তার আগেই অবশ্য ক্রিকেটে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। বার্মিংহ্যামে ঐতিহ্যের এজবাস্টন স্টেডিয়ামে নামছে ভারত ও পাকিস্তান।
সেমিফাইনালে অনবদ্য পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। বাংলাদেশও কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ভারতকে। নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের বড় স্কোর গড়ে তারা। রান তাড়ায় আরও অনবদ্য ভারত। ৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছয় ভারতীয় দল। সঙ্গে ফাইনালও নিশ্চিত করে। এ বারের টুর্নামেন্টে আগেও এক বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ১৮ রানের জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। স্বাভাবিক ভাবেই ফাইনাল ভারতের কাছে বদলার ম্যাচও।
সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১৪৫ রান তাড়ায় নেমে সুনীল রমেশ এবং নরেশভাই বালুভাই তুম্দা ৬৮ রানের জুটি গড়েন। এতেই ভারতের রান তাড়া আরও সহজ হয়। অন্যদিকে, এই টুর্নামেন্টে মহিলাদের ক্রিকেটের ফাইনালেও উঠেছে ভারত। আজ ফাইনালে ভারতীয় মহিলা দলের লড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।