AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket World Cup 2023: বিশ্বকাপের ৫ দিন আগে প্রস্তুতি ম্যাচ বিরাট-রোহিতদের, কোথায় হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি?

ICC Cricket World Cup Warm Up Schedule : এ বারের ওডিআই বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলি হওয়ার কথা ৩টি ভেনুতে। হায়দরাবাদ, তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে।

Cricket World Cup 2023: বিশ্বকাপের ৫ দিন আগে প্রস্তুতি ম্যাচ বিরাট-রোহিতদের, কোথায় হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি?
Cricket World Cup 2023: বিশ্বকাপের ৫ দিন আগে প্রস্তুতি ম্যাচ বিরাট-রোহিতদের, কোথায় হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি?
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 6:19 PM
Share

নয়াদিল্লি : ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। এই নিয়ে চতুর্থ বার বিশ্বকাপের আয়োজক ভারত (India)। যদিও এই প্রথম বার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ৫ অক্টোবর থেকে ১০টি দল ভারতের ১০টি শহরে ৪৫ দিন ধরে বিশ্বকাপে খেলবে। তারপর ১৯ নভেম্বর পাওয়া যাবে ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আইসিসির (ICC) মেগা ইভেন্টের ১০০ দিন আগে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। ৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ অক্টোবর। সূত্রের খবর, ওডিআই বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন বিরাট-রোহিতরা। কোথায় হবে এ বারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের ওডিআই বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলি হওয়ার কথা ৩টি ভেনুতে। হায়দরাবাদ, তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি। বিশ্বকাপ শুরু হওয়ার ৫দিন আগে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ওয়ার্ম আপের মোট ৪টি ম্যাচ পেয়েছে তিরুবনন্তপুরম। হায়দরাবাদ পেয়েছে ২টি ম্যাচ। বাকি ৪টি ওয়ার্ম আপ ম্যাচ হবে গুয়াহাটিতে। এ বারের ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলই ২টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবে।

এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলির সম্ভাব্য সূচি —

১) ২৯ সেপ্টেম্বর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (হায়দরাবাদ)

২) ২৯ সেপ্টেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (তিরুবনন্তপুরম)

৩) ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার (গুয়াহাটি)

৪) ৩০ সেপ্টেম্বর – ভারত বনাম ইংল্যান্ড (গুয়াহাটি)

৫) ৩০ সেপ্টেম্বর – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (তিরুবনন্তপুরম)

৬) ২ অক্টোবর – বাংলাদেশ বনাম ইংল্যান্ড (গুয়াহাটি)

৭) ২ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (তিরুবনন্তপুরম)

৮) ৩ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার (হায়দরাবাদ)

৯) ৩ অক্টোবর – আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার (গুয়াহাটি)

১০) ৩ অক্টোবর – ভারত বনাম কোয়ালিফায়ার (তিরুবনন্তপুরম)