Cricket World Cup 2023: অতিরিক্তি জোশ দেখাতে গিয়েই কি জাশ? বিশ্বকাপের থিম সং দিল জশন বোলে নিয়ে চরম বিতর্ক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 24, 2023 | 8:00 AM

বিশ্বকাপের থিম সংয়ে একটি ট্রেন দেখা গিয়েছে। যার নাম 'ওয়ান ডে এক্সপ্রেস।' তাতে দেখা গিয়েছে সেই ট্রেনে চড়ে বলিউড সুপারস্টার যাত্রীদের সঙ্গে হই হুল্লোড় করছেন। সকলকে ওয়ান ডে বিশ্বকাপের জন্য আরও প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন। বিশ্বকাপের থিম সংটি পরিচালনা করেছেন প্রীতম। রণবীরের মতো এনার্জেটিক স্টার এই গানের মাত্রা বাড়িয়েছে। কিন্তু এরই মাঝে বিরাট সমালোচনা চলছে এই থিম সং নিয়ে।

Cricket World Cup 2023: অতিরিক্তি জোশ দেখাতে গিয়েই কি জাশ? বিশ্বকাপের থিম সং দিল জশন বোলে নিয়ে চরম বিতর্ক
অতিরিক্তি জোশ দেখাতে গিয়েই কি জাশ? বিশ্বকাপের থিম সং দিল জশন বোলে চরম বিতর্ক

Follow Us

নয়াদিল্লি: আর কয়েক দিন পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আসর বসবে। ইতিমধ্যেই ওডিআই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং (ICC Cricket World Cup Theme Song) প্রকাশিত হয়েছে। এক যুগ পর ফের ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। তাই ভারতের মাটিতে ক্রিকেটের মহাযুদ্ধ বলে বলিউডের ছোঁয়া সেই শুরু থেকেই রয়েছে। এর আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দিয়ে বিশ্বকাপের এক প্রচারাভিযান করা হয়েছিল। যার নাম ছিল ‘ইট টেকস ওয়ান ডে’। এ বার বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’-তে (Dil Jashan Bole) বলিউয়ের ছোঁয়া। কিন্তু ৩ মিনিট ২১ সেকেন্ডের ওই থিম সংয়ের ভিডিয়ো ঘিরে এক বিতর্ক তৈরি হয়েছে। এই গানে বাঙালিরা ভুল খুঁজে পেয়েছেন। তা খুঁজতে গোয়েন্দাগিরি করতে হবে না কাউকেই। অতি সহজ ভুল। কারণ, তা বানানকে কেন্দ্র করে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের থিম সংয়ে একটি ট্রেন দেখা গিয়েছে। যার নাম ‘ওয়ান ডে এক্সপ্রেস।’ তাতে দেখা গিয়েছে সেই ট্রেনে চড়ে বলিউড সুপারস্টার যাত্রীদের সঙ্গে হই হুল্লোড় করছেন। সকলকে ওয়ান ডে বিশ্বকাপের জন্য আরও প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন। বিশ্বকাপের থিম সংটি লিখেছেন শ্লোকে লাল এবং সাভেরি বর্মা। থিম সংটি পরিচালনা করেছেন প্রীতম। তাঁর সঙ্গে গান গেয়েছেন নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশ এবং চরণ। ভিডিয়োতে দেখা যায় প্রীতম তাঁর ব্যান্ড দল নিয়ে ট্রেনের ছাদে গান করছেন। সেখানে যোগ দেন রণবীরও। ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও রয়েছেন বিশ্বকাপের এই থিম সংয়ে।

রণবীরের মতো এনার্জেটিক স্টার এই গানের মাত্রা বাড়িয়েছে। কিন্তু এরই মাঝে বিরাট সমালোচনা চলছে এই থিম সং নিয়ে। কারণ, এই থিম সংয়ে যে ওয়ান ডে এক্সপ্রেস দেখানো হয়েছে তার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে JOSH লেখা ফুটে উঠে। বিভিন্ন ভাষায় এক একটি শব্দ ফুটে উঠছিল। তখনই বাংলায় জোশ লেখার জায়গায় ফুটে ওঠে জাশ। এ ছাড়া জশান লেখাও ওঠে। যার ফলে এমন সহজ বানান ভুল নিয়ে বিশ্বকাপের থিম সংয়ের চরম সমালোচনা হয়েছে।

বিশ্বকাপের থিম সং বানানোর ক্ষেত্রে এই ধরণের ভুল হওয়ার কথাই নয়। নেটিজ়েনদের একাংশের বক্তব্য আরও সতর্ক হয়ে এটি বানানো উচিত ছিল। অনেকে আবার আইসিসি বিশ্বকাপের এই নতুন থিম সংয়ের জায়গায় ২০১১ সালের বিশ্বকাপের থিম সংকে ভালো বলেছেন।

Next Article