
কলকাতা: বিশ্বকাপের ১৪ দিন আগে তোলপাড় আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশ অনড়। ভারতে খেলতে আসবে না। আইসিসি চরম বার্তা দিয়েছিল একাধিকবার। তাতেও নমনীয় না হওয়ায় বিশ্ব ক্রিকেট নিয়ামকও অন্য রাস্তা ধরল। বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হল বাংলাদেশকে। তাদের বদলে বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। গ্রুপ সি-তে খেলতে দেখা যাবে স্কটিশ জাতীয় টিমকে। ইতালি, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপালের গ্রুপে খেলতে দেখা যাবে স্কটল্যান্ডকে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলায় ওই দেশের ক্রিকেট বড়সড় ধাক্কা খেল। নির্বাসনেও পাঠানো হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকার এবং ক্রিকেটারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয়, ভারতে তারা খেলবে না বিশ্বকাপের ম্যাচ। তার পরিবর্তে গ্রুপ বদলে শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক তাদের। আইসিসি নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল সিদ্ধান্ত বদলের জন্য। তাতেও তারা নিজেদের অবস্থান বদলায়িন। মনে করা হচ্ছিল, বাংলাদেশের চাপের সামনে মাথা নত করবে আইসিসি। তা হল না। উল্টে বাংলাদেশ ক্রিকেট এখন প্রবল চাপে পড়ে গেল। এমনিতেই আর্থিক সঙ্কটে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই দেশের অচলাবস্থা কাটেনি। রাজনৈতিক পরিস্থিতিও অত্যন্ত খারাপ। তার মধ্যে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলার অর্থ হল, ক্রিকেটারদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ল।
আইসিসি যাতে সমাধান সূত্র খোঁজে, তার জন্য হুমকিও দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের তরফে। বলা হয়েছিল, ২০ কোটি লোক ক্রিকেট দেখে। এই সমর্থন হারাবে আইসিসি। সেই হুমকিকেও পাত্তা দিল না আইসিসি। ভারতে খেলতে আসার জন্য অনুরোধও জানাল হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে। নিশ্চিত করা হয়েছিল নিরাপত্তা। কিন্তু বাংলাদেশের দাবি ছিল, মুস্তাফিজুরের মতো একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ভারত। তারা পুরো টিম, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা দেবে কি করে? বাংলাদেশ যতই বিতর্ক তৈরি করার চেষ্টা করুক, কর্ণপাত করল না আইসিসি।