WTC Final 2023 : পিচ নষ্ট করে দিতে পারে আন্দোলনকারীরা! WTC ফাইনাল ঘিরে সতর্ক আইসিসি
India vs Australia : ডব্লিউটিসি ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন পরিবেশ বাঁচানোর জন্য পথে নামা আন্দোলনকারীরা পিচ নষ্ট করে দিতে পারে আশঙ্কা।
লন্ডন: ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আইসিসি (ICC) প্রস্তুত রেখেছে দুটি পিচ। কিন্তু কেন? এর পিছনে রয়েছে বড় কারণ। ২০২১-২৩ আইসিসি WTC ফাইনাল (WTC Final 2023) ঘিরে কোনও রকম বাধা আসুক, তা চায় না বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। তাই আগেভাগেই সতর্ক তারা। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি একটি বিকল্প পিচ তৈরি করে রেখেছে কারণ অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে চলছে ‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলন। মূলত পরিবেশ বাঁচানোর তাগিদে এই আন্দোলন চলছে দেশে (Oil Protest)। আইসিসির আশঙ্কা, আন্দোলনকারীরা পিচ নষ্ট করে দিতে পারেন। ফাইনাল চলাকালীন আন্দোলনকারীরা যে বিঘ্ন ঘটাতে পারে তার ইঙ্গিত মিলছে মঙ্গলবারই। সে দিন ওভাল স্টেডিয়ামের বাইরে আন্দোলনকারীদের জন্য ট্রাফিক থমকে গিয়েছিল। অস্ট্রেলিয়া টিম অনুশীলনের জন্য স্টেডিয়ামে ঢোকার ঠিক আগে পুলিশ এসে তাঁদের হটিয়ে রাস্তা পরিষ্কার করে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
গত সপ্তাহে লর্ডসে ছিল ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড একমাত্র টেস্ট। আন্দোলনকারীরা সে দিন ইংল্যান্ডের টিম বাস আটক করেন। গত মাসে ইংলিশ প্রিমিয়ারশিপ রাগবি ফাইনাল এবং ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপের সময়ও বাধা সৃষ্টি করেছিলেন তাঁরা। রাগবি ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট আগে মাঠে ঢুকে পড়ে প্রতিবাদ জানান তাঁরা। স্নুকার টুর্নামেন্ট চলাকালীন এক ব্যাগ অরেঞ্জ পাওয়ার ছুড়ে দেয়। আইসিসির আশঙ্কা, দর্শক হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিঘ্ন ঘটাতে পারেন তাঁরা। তাই আগেভাগেই সতর্ক বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। নিরাপত্তার কড়াকড়ি থাকছেই। এর পাশাপাশি মোট দুটি পিচ তৈরি রাখা হয়েছে ফাইনালের জন্য।
যদিও দুই দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ও প্যাট কামিন্সের বিশ্বাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এমন কিছু ঘটনা ঘটবে না। কামিন্স বলেছেন, “নিরাপত্তা নিয়ে আমাদের সংক্ষিপ্ত জানানো হয়েছে। আমি শুনেছি বেশ কিছু ইভেন্ট বাধাপ্রাপ্ত হয়েছে। তবে আশা করছি এখানে তেমন কিছু ঘটবে না।” কিন্তু কোনও রকম ঝুঁকি নিতে নারাজ আইসিসি। তাই দুটো পিচ তৈরি রাখা হয়েছে। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে তার প্রভাব যাতে ম্যাচে না পড়ে।