
সারা বিশ্বেই নানা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হয়। সেই লিগের চ্যাম্পিয়নদের নিয়ে আলাদা লিগ হলে? সেই দশ বছর আগে শেষবার এমনই টুর্নামেন্ট হয়েছিল। তারও বেশি সময় আগে বলা যায়। সেই টুর্নামেন্ট আগামী বছর আবারও ফিরতে পারে। আইসিসি আট সদস্যের একটি কমিটিও গড়েছে। এই কমিটি টু-টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কাজ করবে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নিয়েও।
সব মিলিয়ে ছ-বার হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শেষ সংস্করণে খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুতে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সেই সংস্করণে ভারতের তিনটি দল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে দুটো করে টিম এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড থেকে একটি করে টিম খেলেছিল। এই টুর্নামেন্ট ফিরলে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত মুহূর্ত হবে বলাই যায়।
টু-টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। তথাকথিত ছোট দলগুলিও যাতে নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায়, তার জন্য়ই এই টুর্নামেন্ট চালু করার কথা হয়েছিল। শুধু তাই নয়, টু-টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হলে প্রোমোশন এবং রেলিগেশনও থাকবে। তবে খুব তাড়াতাড়িই শুরু হবে, এমনটা বলা যাচ্ছে না। পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফিরতে পারে আগামী বছরই।