ICC on Bangladesh: বাংলাদেশকে ডেডলাইন আইসিসি-র, বুধবারের মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত

Bangladesh: শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ক্রমেই বাড়ে। সাম্প্রতিককালে পদ্মপাড়ে একের পর এক হিন্দু নিধনের মধ্যেই তীব্র হয় ভারত বিরোধী জিগির। রাজনৈতিক থেকে কূটনৈতিক সব স্তরেই বাংলাদেশে তীব্র হয় ভারত বিরোধিতা।

ICC on Bangladesh: বাংলাদেশকে ডেডলাইন আইসিসি-র, বুধবারের মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত
পাত্তা পেল না বাংলাদেশ!

| Edited By: জয়দীপ দাস

Jan 19, 2026 | 7:16 PM

কলকাতা: টানাপোড়েন চলছিল অনেক আগে থেকেই। এরইমধ্য়ে বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি। বুধবারের মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত। দেওয়া হয়েছে এমনই ডেডলাইন। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে নিরাপত্তার দোহাই দিয়ে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন জানিয়েছিল বিসিবি। দু’বারই সেই আবেদন খারিজ করে দেয় আইসিসি। ভারতে আসার বিষয়টি এখনও ঝুলিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আইসিসি সূত্রে খবর বাংলাদেশের শেষ প্রস্তাব অর্থাৎ বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হওয়ার সম্ভাবনা কম আইসিসির। অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে।

আইসিসির এক সূত্রের দাবি, বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি। আর র‍্যাঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড। এখন দেখার জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। 

এদিকে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ক্রমেই বাড়ে। সাম্প্রতিককালে পদ্মপাড়ে একের পর এক হিন্দু নিধনের মধ্যেই তীব্র হয় ভারত বিরোধী জিগির। রাজনৈতিক থেকে কূটনৈতিক সব স্তরেই বাংলাদেশে তীব্র হয় ভারত বিরোধিতা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভারতে খেলতে না আসার ইচ্ছা প্রকাশ গোটা ঘটনাক্রমেই নতুন মাত্রা যোগ করে দিয়েছিল। যা নিয়ে দুই দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে চাপানউতোর ক্রমেই তীব্রতর হয়। তবে শেষ পর্যন্ত আইসিসি কী পদক্ষেপ করে সেদিকে নজর ছিল সবপক্ষের।