নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে বিতর্কের শেষ নেই। সবচেয়ে বেশি আলোচনা আমিরশাহির পিচ ও পরিবেশ নিয়ে। যেখানে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফাইনাল সহ দুবাইয়ে সব মিলিয়ে বিশ্বকাপের ১১টা ম্যাচ হয়েছে। যার মধ্যে ১০টাতেই জিতেছে সেই টিম, যারা টসে (Toss) জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাই টি-টোয়েন্টি ক্রিকেটে টস পদ্ধতির পরিবর্তন দরকার কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো কিংবদন্তি ক্রিকেটারও মেনে নিচ্ছেন, ক্রিকেটের মান ও ধারা ধরে রাখার জন্য আইসিসির (ICC) উচিত ঠিকঠাক মাঠে বিশ্বকাপ আয়োজন করা।
সানির কথায়, ‘ধারাভাষ্যকাররা বলছিল, ফাইনাল ম্যাচে শিশির সে ভাবে পড়বে না। অর্থাৎ, ফাইনালে শিশির ফ্যাক্টর হয়ে উঠবে না। কিন্তু অন্য কিছু ম্যাচে শিশির কিন্তু একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল। এই ব্যাপারটাতে নজর দিতে হবে আইসিসিকে। অনেকেই বলতে পারেন, গ্রুপ লিগের ম্যাচ যদি খেলা যায়, তা হলে নক আউটের ম্যাচ হবে না কেন? তার পরও বলব, আইসিসির (ICC) ক্রিকেট কমিটিকে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। যে দুটো টিম একটা ম্যাচ খেলতে নামছে, তারা যাতে সমান সুযোগ সুবিধা পায়, সে দিকে নজর দিতে হবে।’
বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়ার পর ভারতের কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ শিশির ফ্যাক্টরের কথা তুলেছিলেন। আমিরশাহির বিশ্বকাপের দিকে তাকালে দেখা যাবে, ৪৫টা ম্যাচের মধ্যে ২৯ ম্যাচেই যে টিম পরে ব্যাট করেছে, তারা জিতেছে। এর কারণই হল শিশির। আর তাই টসে যে টিম জিতেছে, তারাই আগে বিপক্ষ টিমকে আগে ব্যাট করতে পাঠিয়ে। দ্বিতীয় ইনিংসে যে টিম বোলিং করেছে, তারা শিশিরের জন্য ভুগেছে।
একই সঙ্গে বিশ্বকাপের সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আরও একবার আইপিএল নিলামের আকর্ষণ হতে চলেছেন। এমনই মনে করছেন সানি। ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেনের মতে, ‘এটা ভুলে গেলে চলবে না যে, দুটো নতুন টিম আগামী আইপিএলে খেলবে। ওয়ার্নারের অভিজ্ঞতা যেমন আলোচনার বিষয়, তেমনই ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বিচার্য। আর সেই কারণেই নিলামে ওয়ার্নার আকর্ষণের কেন্দ্রে থাকবে।’
গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। তারপর টিম থেকেও বাদ পড়েন। সেই ওয়ার্নার যে ব্যাপক ভাবে ফিরে আসবেন, তা কেউই প্রত্যাশা করেননি। গাভাসকর কিন্তু বলে দিচ্ছেন, ‘টি-টোয়েন্টি ফর্ম্যাটটা ওর জন্যই তৈরি হয়েছে। মাঠে সব সময় উজ্জীবীত থাকে। যে কেউ ওকে টিমে নিতে চাইবে। হায়দরাবাদ ওকে টিমে না রাখায় আরও বেশি করে অন্যরা ওয়ার্নারকে পেতে ঝাঁপাবে।’