Shubman Gill: আইসিসি-র পুরস্কার জিতলেন স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 13, 2023 | 5:11 PM

ICC Men's Player of the Month: ওয়ান ডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরিও করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচেই সেঞ্চুরি করেছেন শুভমন।

Shubman Gill: আইসিসি-র পুরস্কার জিতলেন স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিল
Image Credit source: twitter

Follow Us

দুবাই : আইসিসি জানুয়ারি মাসের সেরার পুরস্কার ঘোষণা করল। পুরুষদের ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার হলেন শুভমন গিল। গত মাসে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্য়াটে তুখোর ফর্মে ছিলেন শুভমন। ওয়ান ডে ফরম্য়াটে ডাবল সেঞ্চুরিও করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচেই সেঞ্চুরি করেছেন শুভমন। তারই পুরস্কার পেলেন আইসিসির তরফে। তিনজন ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। এর মধ্য়ে সেরার পুরস্কার জিতে নিলেন শুভমন। সব ফরম্য়াটেই গত কয়েক মাস অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। গত বছরের শেষে বাংলাদেশ সফরে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। এরপরই ঘরের মাঠে নতুন বছরের শুরুতে টি-টোয়েন্টি অভিষেক হয়। বিস্তারিত TV9Bangla-য়।

আইসিসির মাসের সেরার পুরস্কারের দৌড়ে যে তিনজন মনোনীত হয়েছিলেন, তাঁরা হলেন শুভমন গিল, মহম্মদ সিরাজ এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। সাদা বলের ক্রিকেটে শেষের দু-জনও ভালো ছন্দে ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জানুয়ারির সেরা প্লেয়ার শুভমন। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্য়াটে অভিষেক হয় শুভমনের। যদিও প্রথম দু-ম্য়াচে নজর কাড়তে ব্যর্থ শুভমন। তাঁর স্কোর ছিল যথাক্রমে ৭ ও ৫। তৃতীয় ম্যাচে ৩৬ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিন ম্য়াচে ২০৭ রান করেন শুভমন। এর মধ্যে একটি করে শতরান ও অর্ধশতরানের ইনিংস রয়েছে।

এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে দুটি সিরিজ খেলে ভারত। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি। ১৪৯ বলে ২০৮ রান করেন হায়দরাবাদে। ১৯টি বাউন্ডারি এবং ৯টি ছয় মারেন এই ইনিংসে। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে আন্তর্জাতিকে ডাবল সেঞ্চুরি করেন শুভমন। সিরিজের তৃতীয় ম্যাচে শতরানও করেন। সব মিলিয়ে এই সিরিজে ৩৬০ রান। তিন ম্য়াচের সিরিজে ভারতীয়দের মধ্যে এটিই সর্বাধিক। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ব্য়র্থতার জেরে শেষ ম্য়াচে তাঁকে বাদ দেওয়ার প্রসঙ্গও ওঠে। তবে টিম ম্য়ানেজমেন্ট ভরসা রাখে। সেই ম্যাচে মাত্র ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত সেঞ্চুরি। ভারতীয়দের মধ্য়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বাধিক স্কোর।

Next Article