এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচই সেরার তালিকায় নাম লেখাল। বার্বাডোজে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমান ও নামিবিয়া। এমন একটা ম্যাচ, যা দু-দলই শুধু নয়, ক্রিকেট প্রেমীরাও দীর্ঘ সময় মনে রাখতে বাধ্য হবে। মাত্র ১০৯ রানের পুঁজি নিয়েও ম্যাচ গড়াল সুপার ওভারে! ম্যাচটা নির্ধারিত ২০ ওভারেই জেতার সুযোগ ছিল দু-দলের কাছে। যদিও সব এমন নাটকীয় হবে, কেউই যেন প্রত্যাশা করতে পারেননি। ওমান জান প্রাণ লড়িয়ে খেলেছে। ছোট্ট ভুলে জয়ের সুযোগ হাতছাড়া তাদের। প্যানিক পরিস্থিতি থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে নামিবিয়া।
নামিবিয়া এবং ওমান। দু-দলই এর আগে বিশ্বকাপ খেলেছে। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের অভিজ্ঞতাও অনেক। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের পাশাপাশি সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তনীই সুপার ওভারে নামিবিয়ার সুপার হিরো হয়ে উঠলেন। বিস্তারিত না বললে এই ম্যাচের গভীরতা বোঝা কঠিন।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া ক্যাপ্টেন জেরার্ড এরাসমাস। আর প্রথম ওভারেই হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন নামিবিয়ার বাঁ হাতি পেসার রুবেন ট্রাম্পেলম্যান। ওভারের প্রথম ডেলিভারিতেই লেগ বিফোর করেন কাশ্যপ প্রজাপতিকে। দ্বিতীয় বলে গোল্ডেন ডাক ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। অন ফিল্ড আম্পায়ার ছিলেন ভারতের মদনগোপাল। দুটোই দুর্দান্ত সিদ্ধান্ত। আকিব ইলিয়াস রিভিউ নিলেও লাভ হয়নি। নিজের দ্বিতীয় ওভারেই নাসিম খুশিকে ফেরান ট্রাম্পেলম্যান। স্পেলের প্রথম দু-ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট ট্রাম্পেলম্যানের।
এরপর ময়দানে নামিবিয়া স্পিনার। ৩৭ রানেই চতুর্থ উইকেট হারায় ওমান। ছোট ছোট পার্টনারশিপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দলীয় ৬৮ রানে ওমান শিবিরে পঞ্চম ধাক্কা দেন নামিবিয়া ক্যাপ্টেন এরাসমাস। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং ডেভিড উইজের। ১৮তম ওভারে জোড়া উইকেট, সব মিলিয়ে ৩ উইকেট নেন। ওমান মাত্র ১০৯ রানেই অলআউট। নামিবিয়ার বাঁ হাতি পেসার ট্রাম্পেলম্যান নেন ৪ উইকেট।
বোর্ডে মাত্র ১০৯ রানের পুঁজি। ওমানও প্রথম ওভার থেকেই মরণ কামড় দেয়। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন বিলাল। নামিবিয়ার ফ্রাইলিঙ্ক ও ডেভিন জুটি ক্রমশ জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় নামিবিয়াকে। ওমান ক্যাপ্টেন জুটি ভাঙেন দলীয় ৪২ রানে। ওমান তিনটি ক্যাচ ফসকে নিজেদের চাপ বাড়ায়। নামিবিয়া ক্যাপ্টেন এরাসমাস ও জান ফ্রাইলিঙ্ক ক্রিজে থাকায় স্বস্তিতেই ছিলেন তাঁরা। এই জুটি ভাঙতেই চাপ বাড়ে।
শেষ ওভারে টার্গেট দাঁড়ায় ৫ রান। ক্রিজে সেট ব্যাটার ফ্রাইলিঙ্কের সঙ্গে অভিজ্ঞ ডেভিড উইজে। প্রথম বলেই ফ্রাইলিঙ্ককে ফেরান মেহরান। তৃতীয় ডেলিভারিতে জেন গ্রিনকে ফেরান। শেষ বলে ২ রানের টার্গেট। কিপার উপরে দাঁড়িয়ে। স্ট্রাইকে উইজে। দুর্দান্ত বল, কিপারের হাতে লেগে সেখানেই। ম্যাচ টাই করতে ১ রান প্রয়োজন। বাই রান নিতে দৌড়ন উইজে। কিপার বল ধরলেও রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
নামিবিয়ার হয়ে সুপার ওভারে ব্যাটিং নামেন অভিজ্ঞ ডেভিড উইজে। সঙ্গী এরাসমাস। সুপার ওভারে ২১ রান তোলে নামিবিয়া। উইজের অবদান ৪ বলে ১৩ রান। দু-রান নিয়ে খাতা খোলে ওমান। দ্বিতীয় বলেই নাসিম খুশির উইকেট নেন উইজে। এরপর নামিবিয়ার জয় ছিল সময়ের অপেক্ষা। সুপার ওভারে ১ উইকেটে মাত্র ১০ রান করে ওমান। দুর্দান্ত জয় ছিনিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নামিবিয়ার।