T20 World Cup 2021:আমিরশাহি, ওমানের চার মাঠে ১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। আইপিএলের বাকি ম্যাচ শেষ হওয়ার দু'দিন পর। ফাইনাল ১৪ নভেম্বর। ২০১৬ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে।
দুবাই: শুধু আমিরশাহি নয়, ওমানেও হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবারই বিসিসিআই ঘোষণা করে দিয়েছিল, ভারত থেকে আমিরশাহিতে যাতে কুড়ি-বিশের বিশ্বকাপ সরানো হয়, তা তারা আইসিসিকে জানিয়ে দিয়েছে। মঙ্গলবারই আইসিসি জানিয়ে দিল, চারটে স্টেডিয়ামে হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম ও ওমান ক্রিকেট গ্রাউন্ড।
? ANNOUNCEMENT ?
Details ? https://t.co/FzfXTKb94M pic.twitter.com/8xEzsmhWWN
— ICC (@ICC) June 29, 2021
বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। আইপিএলের বাকি ম্যাচ শেষ হওয়ার দু’দিন পর। ফাইনাল ১৪ নভেম্বর। ২০১৬ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। করোনার কারণে গত বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে হারিয়েছিল তারা।
আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেছেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না হওয়ায় খারাপই লেগেছে। কিন্তু এই পরিস্থিতিতে নির্বিঘ্নে আয়োজন করাটা আমাদের লক্ষ্য। যাতে টিমগুলো নিরাপদে বিশ্বকাপ খেলতে পারে। আয়োজনের পুরো ব্যাপারটা নিয়ে আমরা ভারতীয় বোর্ডের সঙ্গে কাজ করছি। যাতে আমিরশাহি ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ড তাদের সমর্থকদের একটা দারুণ বিশ্বকাপ উপহার দিতে পারে।’
আরও পড়ুন:COPA AMERICA 2021: মেসি ম্যাজিকে কোপায় জয়ের হ্যাটট্রিক