ICC New Rule: এল টাইমড আউটের চেয়েও কঠিন নিয়ম! চাপে ফিল্ডিং টিমের ক্যাপ্টেনরা

এ বারের বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়েছিলেন। তার পর থেকে টাইমড আউট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এতদিন ব্যাটারদের জন্য টাইমড আউট নিয়ম চালু ছিল। এ বার বোলাররাও 'টাইমড আউট' হতে চলেছেন। কারণ, নয়া নিয়ম এনেছে আইসিসি (ICC)। এ বার থেকে নির্দিষ্ট সময়ে বোলাররা বল না করলে 'টাইমড আউট' হবেন।

ICC New Rule: এল টাইমড আউটের চেয়েও কঠিন নিয়ম! চাপে ফিল্ডিং টিমের ক্যাপ্টেনরা
ICC New Rule: এল টাইমড আউটের চেয়েও কঠিন নিয়ম! চাপে ফিল্ডিং টিমের ক্যাপ্টেনরা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2023 | 6:23 PM

দুবাই: এ বারের বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়েছিলেন। তার পর থেকে টাইমড আউট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এতদিন ব্যাটারদের জন্য টাইমড আউট নিয়ম চালু ছিল। এ বার বোলাররাও ‘টাইমড আউট’ হতে চলেছেন। কারণ, নয়া নিয়ম এনেছে আইসিসি (ICC)। এ বার থেকে নির্দিষ্ট সময়ে বোলাররা বল না করলে ‘টাইমড আউট’ হবেন। এই কঠিন নিয়মের ব্যাপারে জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে ও টি-টোয়েন্টিতে পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই নতুন নিয়মে হবে খেলা। তা চলবে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার আমেদাবাদে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল। সেখানেই স্টপ ক্লক পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেটে স্টপ ক্লক পদ্ধতি কী? আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, যে দল বোলিং করছে তারা এক ওভার শেষে পরের ওভার শুরু করার ক্ষেত্রে সময় পাবে মাত্র ৬০ সেকেন্ড। কোনও একটি ইনিংসে তিনবার দু’টি ওভারের মধ্যে সময়ের পার্থক্য ৬০ সেকেন্ডের বেশি হলেই বিপত্তি। তাতে ৫ রান পেনাল্টি হিসেবে ব্যাটিং টিমের স্কোরে যোগ করে দেওয়া হবে। আইসিসির মতে, এই পন্থা অবলম্বন করলে এতে স্লো ওভার রেটের সমস্যা মিটবে এবং আরও উত্তেজক হবে টি-২০ ও একদিনের ক্রিকেট ম্যাচ।