রবিবারের মহারণে নজরে থাকবে ভারত-অজি ক্রিকেটারদের যে রেকর্ডগুলি...
আমেদাবাদ: আর একটা লড়াই। সেখানে জিতলেই বিশ্বকাপ (ICC World Cup 2023) ট্রফি ভারতের। এই ম্যাচকে ক্রিকেট মহলে ভারতের বদলার ম্যাচ বলা হচ্ছে। আমেদাবাদে আজ মহারণ। যাঁরা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বসে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে পাবেন না, তাঁরা রবি-দুপুরে মাংস-ভাত খেয়ে হয়তো বসে পড়বেন টেলিভিশনের সামনে। অনেককে আবার মহারণের সাক্ষী হওয়ার জন্য মুঠোফোনের শরণাপন্ন হতে হবে। তেইশের বিশ্বকাপে ১০ দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন। আজ শেষ বার ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে রেকর্ড গড়তে চলেছে দুটো দল। ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। রবিবার এই দুই দলের ক্রিকেটাররা যে রেকর্ড গড়তে পারেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া আর ৫ বার জিতেছে ভারত। এ বারের বিশ্বকাপ জিতে এই ব্যবধান কমাতে চাইবে ভারত। আজ ফাইনালে দুই দলের ক্রিকেটাররা যে সকল রেকর্ড গড়তে পারেন —
- রোহিত শর্মা – ওডিআইতে ১ হাজার চারের রেকর্ড পূর্ণ করার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রয়োজন আর ১১টি চার।
- বিরাট কোহলি – একদিনের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় রিকি পন্টিংকে (১৭৪৩) টপকানোর জন্য বিরাট কোহলির (১৭৪১) আর চাই ৩ রান। ওডিআইতে ১৩০০টি চারের মাইলস্টোন স্পর্শ করার জন্য বিরাট কোহলির ব্যাটে আর ১০টি চার প্রয়োজন।
- জসপ্রীত বুমরা – আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরার চাই আর ১টি উইকেট। ওডিআইতে ১৫০টি উইকেটের মাইলফলকে পৌঁছতে গেলে বুমরার আর প্রয়োজন ৩টি উইকেট।
- মহম্মদ সামি – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৪৫০টি উইকেটের মাইলফলক ছুঁতে হলে ভারতীয় পেসার মহম্মদ সামির প্রয়োজন আর ৩টি উইকেট। ওডিআইতে ২০০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য সামির প্রয়োজন আর ৬টি উইকেট।
- রবীন্দ্র জাডেজা – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২০০টি চারের রেকর্ড স্পর্শ করার জন্য ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার প্রয়োজন আর ১টি চার।
- ডেভিড ওয়ার্নার – ওডিআইতে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছতে হলে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের চাই আর ৭৫ রান।
- ট্রাভিস হেড – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য ট্রাভিস হেডের প্রয়োজন আর ১টি ছয়। একদিনের ক্রিকেটে ২৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য হেডের প্রয়োজন আর ১টি চার।
- গ্লেন ম্যাক্সওয়েল – ওডিআইতে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছতে হলে ১০৭ রান করতে হবে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।