T20 WC 2024: বিশ্বকাপে গ্রুপ এ-তে সুপার এইটের চিত্রটা কী? রইল যাবতীয় অঙ্ক…
ICC MEN’S T20 WC 2024: কানাডা একটি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট যদিও মাইনাস ০.২৭৪। আজ পাকিস্তান এবং এরপর ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলে সম্ভাবনা থাকবে। সবার আগে আজ কানাডাকে হারাতে হবে।
সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব মিলিয়ে ২০টি দেশ অংশ নিচ্ছে এ বার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে। ২০টি দলকে চারটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি দল। এর মধ্যে দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। সেখানেও দুটি গ্রুপ। দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। কোন দলের পরিস্থিতি কেমন!
গ্রুপ এ- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, আয়ারল্যান্ড
- টানা দু-ম্যাচ জিতে ৪ পয়েন্ট রয়েছে ভারতের। নেট রানরেট ১.৪৫৫। বাকি দু-ম্যাচের মধ্যে একটি জিতলেই সুপার এইট নিশ্চিত করবে ভারত।
- মার্কিন যুক্তরাষ্ট্রও দু-ম্যাচ জিতেছে। তাদের ৪ পয়েন্ট এবং নেট রানরেট ০.২৬৬। বাকি দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলে সুপার এইট উজ্জ্বল আমেরিকার।
- কানাডা একটি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট যদিও মাইনাস ০.২৭৪। আজ পাকিস্তান এবং এরপর ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলে সম্ভাবনা থাকবে। সবার আগে আজ কানাডাকে হারাতে হবে।
- টানা দু-ম্যাচ হেরে খাদের কিনারায় পাকিস্তান। নেট রান রেট মাইনাস ০.১৫০। পাকিস্তানকে প্রথমত বাকি দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে, এরপর অপেক্ষা করতে হবে, আমেরিকা যেন দুটো ম্যাচে বড় ব্যবধানে হারে।
- আয়ারল্যান্ডের ঝুলিতেও কোনও পয়েন্ট নেই। নেট রানরেটও মাইনাস ১.৭১২। আমেরিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের জিততেই হবে। তাতেও অবশ্য সুপার এইটে যাওয়া কার্যত অসম্ভব।