ICC T20I Rankings: আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে এন্ট্রি যশস্বীর, ২০৭ ধাপ উঠে রোহিতকে টপকালেন শিবম
আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। এই সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, অক্ষর প্যাটেলরা। প্রকাশিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং। তাতে এই প্রথম বার প্রথম দশে ঢুকে পড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আর সকলকে বেশি চমকে দিয়েছেন শিবম দুবে।
কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে বুধ-রাতে ভারত-আফগানিস্তানের (IND vs AFG) তৃতীয় টি-২০ ম্যাচ। তার আগে সুখবর ভারতীয় শিবিরে। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। এই সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, অক্ষর প্যাটেলরা। প্রকাশিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং। তাতে এই প্রথম বার প্রথম দশে ঢুকে পড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আর সকলকে বেশি চমকে দিয়েছেন শিবম দুবে। তিনি ২০৭ ধাপ ওপরে উঠেছেন। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শিবম দুবে (Shivam Dube) টপকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারেননি সূর্যকুমার যাদব। কিন্তু তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৬৯। একধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের। তিনি ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ৪ নম্বরে। ৭ ধাপ ওপরে উঠেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। এই প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন যশস্বী জয়সওয়াল। ৭৩৯ অর্জিত রেটিং পয়েন্ট নিয়ে যশস্বী রয়েছেন ছয় নম্বরে। এক ধাপ নেমে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬১ পয়েন্ট নিয়ে তিনি অবশ্য ৯ নম্বরে রয়েছেন।
আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শিবম দুবে বড়সড় লাফ দিয়েছেন। আফগানদের বিরুদ্ধে দুই ম্যাচে তাঁর অনবদ্য পারফরম্যান্স দেখা গিয়েছে। তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ২০৭ ধাপ উঠেছেন। ৪৭২ পয়েন্ট নিয়ে শিবম দুবে পৌঁছে গিয়েছেন ৫৮ নম্বরে। তিনি পিছনে ফেলে দিয়েছেন শুভমন গিল, তিলক ভার্মা, লোকেশ রাহুল, রোহিত শর্মাদের। এক বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি রোহিত। ৪৪৭ পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে রয়েছেন তিনি।
ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের আইসিসি বোলারদের টি-২০ ক্রমতালিকায় উন্নতি হয়েছে। তিনি ১২ ধাপ ওপরে উঠে পৌঁছে গিয়েছেন ৫ নম্বরে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৬৭। টিম ইন্ডিয়ার তরুণ বোলার রবি বিষ্ণোই রয়েছেন অক্ষরের ঠিক পরেই। ৬৬৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০এ নেই আর কোনও ভারতীয় বোলার।