Indian Cricket: আর ২৩ চাই, হেডের মাথাব্যথা হয়ে উঠছেন ভারতের ২২ বছরে তরুণ!

ICC T20I Rankings: ইংল্যান্ড যখন ছন্দ খুঁজে বেড়াচ্ছে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া, তখন কিন্তু এক ২২ বছরের তরুণের অবিশ্বাস্য উত্তরণ দেখছে ভারতীয় ক্রিকেট মহল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর তরুণদের কাঁধেই এসে পড়েছে ভারতের দায়িত্ব।

Indian Cricket: আর ২৩ চাই, হেডের মাথাব্যথা হয়ে উঠছেন ভারতের ২২ বছরে তরুণ!
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 29, 2025 | 4:50 PM

কলকাতা: টি-টোয়েন্টির দুনিয়ায় ভারত আপাতত সেরা দল। গত বছর বিশ্বকাপ জেতা ভারতীয় টিম ঘরের মাঠেও দুরন্ত পারফর্ম করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে হারলেও সিরিজে ২-১ এগিয়ে সূর্যকুমার যাদবের টিম। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ। ইংল্যান্ড যখন ছন্দ খুঁজে বেড়াচ্ছে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া, তখন কিন্তু এক ২২ বছরের তরুণের অবিশ্বাস্য উত্তরণ দেখছে ভারতীয় ক্রিকেট মহল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর তরুণদের কাঁধেই এসে পড়েছে ভারতের দায়িত্ব। সেই চাপ মাথায় নিয়েও নিজেকে প্রতি ম্যাচে মেলে ধরছেন তিনি।

আইসিসি সদ্য ঘোষণা করেছে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং। তাতে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কিন্তু তাঁর জায়গা তেমন নিরাপদ। মাত্র ২৩ পয়েন্ট পিছনে থাকা ভারতীয় চাপে রেখেছেন অজি ব্যাটারকে। এই তিনি আর কেউ নন, তিলক ভার্মা। সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে পড়েছেন তিলক। পিছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে। ৮৩২ পয়েন্ট পেয়েছেন তিনি। ৮৫৫ হেডের। অজি ব্যাটারকে টপকে এ বার এক নম্বর জায়গাটা দখল করাই লক্ষ্য তিলকের।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দুরন্ত ফর্মে তিলক। ৫টা ম্য়াচের মধ্যে চারটেতে ছিলেন নটআউট। দুটো সেঞ্চুরি সহ করেছিলেন ৩৩৬ রান। সেই ছন্দই দেখা গিয়েছে চেন্নাইয়েও। ৫৫ বলে নট আউট ৭২ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিলকের উত্থান হলেও পতনও রয়েছে। গত বছর এক নম্বরে থাকা ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব চার নম্বরে নেমে গিয়েছেন। যশস্বী জয়সওয়ালও ৮ থেকে নেমে গিয়েছেন ৯য়ে। সবচেয়ে বেশি পতন হয়েছে সঞ্জু স্যামসনের। ১২ পতন হয়েছে তাঁর। ১৭ থেকে ২৯এ চলে গিয়েছেন তিনি। ব়্যাঙ্কিংয়ের ৫ থেকে ৮য়ে আছেন জস বাটলার, বাবর আজম, পাথুম নিশাঙ্কা, মহম্মদ রিজওয়ান। ১০এ কুশল পেরেরা।