U19 World Cup 2022 Final, Ind vs Eng Highlights: রাজ-রবিদের দাপট, পঞ্চমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 06, 2022 | 1:52 AM

ICC Under 19 World Cup 2022 Final India vs England LIVE Score and Updates in Bengali: অ্যান্টিগায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

U19 World Cup 2022 Final, Ind vs Eng Highlights: রাজ-রবিদের দাপট, পঞ্চমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
অ্যান্টিগায় মুখোমুখি ভারত-ইংল্যান্ড

Follow Us

অ্যান্টিগা: শনিবাসরীয় ফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল হৃষিকেশ কানিতকারের ছেলেরা। এই নিয়ে টানা ৪ বার ফাইনালে পৌঁছেছিল ভারত (India)। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর নক আউটেও দুর্ধর্ষ পারফর্ম করেন অংকৃষ রঘুবংশীরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোয় আত্মবিশ্বাস কয়েক যোজন বেড়ে গিয়েছে। তবে লক্ষ্য স্থির রেখেই মেগা ফাইনালে নেমেছিল যশ, রশিদরা। ফাইনালে টসে হেরে শুরুতে টম প্রেস্টদের বিরুদ্ধে বোলিং করতে হয়েছে ভারতকে। ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অল-আউট হয় ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে ৫টি উইকেট তুলেছেন রাজ বাওয়া। ৪টি উইকেট পেয়েছেন রবি কুমার। ১টি উইকেট পেয়েছেন কৌশল তাম্বে। ভারতের টার্গেট ছিল ১৯০। ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত। এই নিয়ে ৫ বার ছোটদের বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Feb 2022 01:35 AM (IST)

    চ্যাম্পিয়ন ভারত

    ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। ৪ উইকেটে ম্যাচ জিতল ভারত।

  • 06 Feb 2022 01:32 AM (IST)

    নিশান্তের হাফসেঞ্চুরি

    হাফসেঞ্চুরি করলেন নিশান্ত সিন্ধু।


  • 06 Feb 2022 01:01 AM (IST)

    রাজ-নিশান্তের ৫০ রানের পার্টনারশিপ

  • 06 Feb 2022 12:57 AM (IST)

    ৪০ ওভারে ভারত ১৪৬/৪

    খেলা বাকি ১০ ওভারের। ভারতের ম্যাচ জিততে চাই আর ৪৪ রান

  • 06 Feb 2022 12:37 AM (IST)

    ৩৫ ওভারে ভারত ১২৩/৪

    খেলা বাকি ১৫ ওভারের। ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১২৩ রান। ম্যাচ জিততে ভারতের চাই আর ৬৭ রান।

  • 06 Feb 2022 12:14 AM (IST)

    যশ আউট

    ১৭ রানে সাজঘরে ফিরলেন যশ ধুল। চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া। জেমস সেলস ফেরালেন ভারত অধিনায়ককে।

  • 06 Feb 2022 12:08 AM (IST)

    রশিদ আউট

    হাফসেঞ্চুরির পরই সাজঘরে ফিরলেন শেখ রশিদ। তৃতীয় উইকেট হারাল ভারত। জেমস রিউয়ের হাত থেকে বল ছাড়া হতেই যাচ্ছিল। কিন্তু সামলে নেন রিউ।

  • 06 Feb 2022 12:07 AM (IST)

    রশিদের হাফসেঞ্চুরি

    ইংল্যান্ডের বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক রশিদ খান।

  • 06 Feb 2022 12:04 AM (IST)

    ২৫ ওভারে ভারত ৮৯/২

    ক্রিজে যশ-রশিদ। খেলা বাকি ২৫ ওভারের।

    ক্যাপ্টেন ব্যাট করছেন ১৪ রানে। সহ-অধিনায়ক রয়েছেন ৪৭ রানে।

  • 05 Feb 2022 11:44 PM (IST)

    ২০ ওভারে ভারত ৫৭/২

    ২০ ওভারের খেলা শেষ। প্রথম ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের চাই এখনও ১৩৩ রান।

    রশিদ ব্যাট করছেন ২৮ রানে। যশ রয়েছেন ২ রানে

  • 05 Feb 2022 11:39 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    ১৮.১ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে ক্যাপ্টেন যশ ধুল ও তাঁর ডেপুটি শেখ রশিদ

  • 05 Feb 2022 11:35 PM (IST)

    হর্নূর আউট

    দ্বিতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া। ২১ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার হর্নূর সিং। এক হাতে দুরন্ত ক্যাচ নিলেন ইংল্যান্ডের উইকেটকিপার অ্যালেক্স হর্টন।

  • 05 Feb 2022 11:21 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৪০/১

    খেলা বাকি ৩৫ ওভারের। ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া তুলেছে ৪০ রান। ম্যাচ জিততে যশদের চাই ১৫০ রান

  • 05 Feb 2022 11:05 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩৩/১

    ক্রিজে শেখ রশিদ ও হর্নূর সিং। ভারতের ম্যাচ জিততে চাই ১৫৭ রান

  • 05 Feb 2022 10:30 PM (IST)

    অংকৃষ আউট

    ওপেনার অংকৃষকে ফেরালেন জোশুয়া বয়ডেন। শুরুতেই ধাক্কা খেল ভারত। দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া।

  • 05 Feb 2022 10:28 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন অংকৃষ রঘুবংশী ও হর্নূর সিং।

  • 05 Feb 2022 10:22 PM (IST)

    ফাইনালে দুরন্ত রাজ-রবি

    ছোটদের বিশ্বকাপের ফাইনালে দুরন্ত পারফর্ম্যান্স রাজ বাওয়া ও রবি কুমারের। ৯.৫ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৫ ইংলিশ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান রাজ। এবং ৯ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন রবি কুমার।

  • 05 Feb 2022 10:00 PM (IST)

    রাজ বাওয়ার ৫ উইকেট

    ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন ভারতের রাজ বাওয়া। ৯.৫ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৫ ইংলিশ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান রাজ।

  • 05 Feb 2022 09:56 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শেষ

    পুরো ৫০ ওভার ইংল্যান্ডকে খেলতে দিল না রাজ-রবিরা। ভারতের টার্গেট ১৯০।

  • 05 Feb 2022 09:47 PM (IST)

    থমাসকে ফেরালেন রবি

    ন’নম্বর উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। থমাস অস্পিনওয়ালের উইকেট তুলে নিলেন রবি কুমার।

  • 05 Feb 2022 09:42 PM (IST)

    সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন রিউ

    জেমসের রিউয়ের সেঞ্চুরি পূর্ণ হতে দিলেন না বাংলার রবি কুমার। ৯৫ রান করে সাজঘরে ফিরলেন রিউ।

  • 05 Feb 2022 09:26 PM (IST)

    ৪০ ওভারে ইংল্যান্ড ১৬৭/৭

    খেলা বাকি ১০ ওভারের। ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ১৬৭ রান।

  • 05 Feb 2022 08:50 PM (IST)

    জেমস রিউয়ের হাফসেঞ্চুরি

    ৭ উইকেট হারিয়ে ফেলেছে দল। রীতিমতো চাপে ইংল্যান্ড। সেই চাপের মুখে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জেমস রিউ।

  • 05 Feb 2022 08:46 PM (IST)

    ৩০ ওভারে ইংল্যান্ড ১১৮/৭

    খেলা বাকি ২০ ওভারের। ভারতের চাই আর তিন উইকেট। ক্রিজে রয়েছেন দুই জেমস।

  • 05 Feb 2022 08:26 PM (IST)

    ২৫ ওভারে ইংল্য়ান্ড ৯৬/৭

    ২৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৯৬।

  • 05 Feb 2022 08:25 PM (IST)

    অ্যালেক্স আউট

    আলেক্স হর্টনকে ফেরালেন কৌশল তাম্বে। ১০ রান করে সাজঘরে ফিরলেন অ্যালেক্স।

    ইংল্যান্ডের স্কোর – ৯১/৭ (২৪.৩ ওভারে) 

  • 05 Feb 2022 08:08 PM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ড ৭০/৬

    ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ৭০ রান তুলেছে ইংল্যান্ড। ক্রিজে জেমস-অ্যালেক্স।

  • 05 Feb 2022 07:53 PM (IST)

    রেহান আহমেদ আউট

    ছয় নম্বর উইকেট হারাল ইংল্যান্ড। ১০ রান করে সাজঘরে ফিরলেন রেহান আহমেদ।

    ইংল্যান্ডের স্কোর – ৬১/৬ (১৬.২ ওভারে)

  • 05 Feb 2022 07:40 PM (IST)

    পরপর ধাক্কা খেল ইংল্যান্ড

    এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিলেন রাজ বাওয়া।

  • 05 Feb 2022 07:34 PM (IST)

    জর্জ বেল আউট

    পরপর দুই বলে দুটো উইকেট তুলে নিলেন রাজ বাওয়া। উইলিয়াম লাক্সটনকে ফেরানোর পরের বলেই আউট হলেন জর্জ বেল।

  • 05 Feb 2022 07:32 PM (IST)

    লাক্সটন আউট

    চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। উইলিয়াম লাক্সটনকে ফেরালেন রাজ বাওয়া। ৪ রান করে সাজঘরে ফিরলেন লাক্সটন।

  • 05 Feb 2022 07:25 PM (IST)

    জর্জ থমাস আউট

    জর্জ থমাসকে ফেরালেন রাজ বাওয়া। ২৭ রান করে সাজঘরে ফিরলেন থমাস। তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

  • 05 Feb 2022 06:56 PM (IST)

    দারুণ শুরু করলেন বাংলার রবি

    শুরুতেই জোড়া ধাক্কা দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিলেন বাংলার রবি কুমার। ৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২১।

  • 05 Feb 2022 06:50 PM (IST)

    ক্যাপ্টেন প্রেস্টের উইকেট হারাল ইংল্যান্ড

    ফের ইংল্যান্ডকে ধাক্কা দিলেন বাংলার রবি কুমার। শূন্যে আউট হলেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট।

    ইংল্যান্ডের স্কোর – ৩.৩ ওভারে ১৮/২

  • 05 Feb 2022 06:41 PM (IST)

    জ্যাকব আউট

    ইংল্যান্ডের ওপেনার জ্যাকব বেথেলের উইকেট তুলে নিলেন রবি কুমার। ২ রান করে সাজঘরে ফিরলেন জ্যাকব

    ইংল্যান্ডের স্কোর – ১.৫ ওভারে ৪/১

  • 05 Feb 2022 06:34 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জর্জ থমাস ও জ্যাকব বেথেল।

  • 05 Feb 2022 06:33 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    দেখুন ইংল্যান্ডের প্রথম একাদশ

  • 05 Feb 2022 06:32 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দেখুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

  • 05 Feb 2022 06:31 PM (IST)

    টস আপডেট

    টস জিতল ইংল্যান্ড। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিলেন ইংল্যান্ড অধিনায়ক।