AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Bangladesh: ভবিষ্যৎ তারকাদের লড়াই! যুব বিশ্বকাপে আজ বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের

ICC Under-19 World Cup: এ বারের এশিয়া কাপের সেমিফাইনালে হার। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে দু-দলের ক্রিকেটাররা বিতর্কেও জড়িয়েছিলেন। সে সব অতীত হলেও দু-দলের ম্যাচ জমবে এটুকু বলা যায়। এশিয়া কাপের স্কোয়াডই মূলত ধরে রাখা হয়েছে বিশ্বকাপে। ফলে কেউই অচেনা প্রতিপক্ষ নয়।

India vs Bangladesh: ভবিষ্যৎ তারকাদের লড়াই! যুব বিশ্বকাপে আজ বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের
Image Credit: ICC
| Updated on: Jan 20, 2024 | 12:18 AM
Share

ব্লুমফন্টেন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে সেমিফাইনালে হেরেই যাত্রা শেষ হয়েছিল ভারতের। সেই বাংলাদেশের বিরুদ্ধেই বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। দক্ষিণ আফ্রিকায় হচ্ছে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শ্রীলঙ্কায় বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেনু বদল হয়। শ্রীলঙ্কা বোর্ডের দোলাচলের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন আলাদা মাত্রা পায়। অনূর্ধ্ব ১৯ স্তরেই হোক বা সিনিয়র। ম্যাচে কিছু উত্তেজনার মুহূর্তও তৈরি হয়। ভারতের কাছে এটি জোড়া বদলার ম্যাচও বলা যেতে পারে। তার কারণও রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের সেমিফাইনালে হার। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে দু-দলের ক্রিকেটাররা বিতর্কেও জড়িয়েছিলেন। সে সব অতীত হলেও দু-দলের ম্যাচ জমবে এটুকু বলা যায়। এশিয়া কাপের স্কোয়াডই মূলত ধরে রাখা হয়েছে বিশ্বকাপে। ফলে কেউই অচেনা প্রতিপক্ষ নয়।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় সিরিজও খেলেছে ভারত। সুতরাং এখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ঠ সুযোগ পেয়ছে ভারতীয়। স্কোয়াডে এমন অনেক প্লেয়ার রয়েছেন, যাঁরা প্রথম শ্রেনির ক্রিকেটেও খেলেছেন। বিশেষ নজর থাকবে আর্শিন কুলকার্নি এবং মুশির খানের দিকে। এশিয়া কাপে নজর কেড়েছেন আর্শিন। এই পেস বোলিং অলরাউন্ডার আইপিএলেও টিম পেয়েছেন। অন্য দিকে, ভারত এ দলের প্লেয়ার সরফরাজ খানের ভাই মুশির খানের পারফরম্যান্স প্রশংনীয় ছিল এশিয়া কাপে। বিশ্বকাপেও তাঁর ওপর বাড়তি প্রত্যাশা থাকবে দলের।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ডুবেছিল ব্যাটিং ব্যর্থতায়। বিশ্বকাপের মঞ্চ আলাদা। ম্যাচও নতুন। সব দিক থেকেই নতুন শুরু ভারতের যুব দলের কাছে। সবচেয়ে বেশি পাঁচ বার ট্রফি জিতেছে ভারত। সেই ধারা বজায় রাখাই টার্গেট। এর জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন। উদয় সাহরণের নেতৃত্বাধীন ভারতীয় দল কেমন পারফর্ম করে, সেদিকেই চোখ থাকবে।

ভারত বনাম বাংলাদেশ, দুপুর ১.৩০, স্টার স্পোর্টসে সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং