
একটা সময় ওয়ান ডে ক্রিকেটের জৌলুস কমতে শুরু করেছিল। যে কারণে নিয়ম বদলেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তাতে অবশ্য ওয়ান ডে ক্রিকেটের ভারসাম্য নষ্ট হয়েছিল বলা যায়। দু-প্রান্ত থেকে নতুন বলে খেলা শুরু হত। অর্থাৎ ৫০ ওভারের ইনিংসে দুটি নতুন বল। যার ফলে হারিয়ে গিয়েছিল রিভার্স সুইং। কোনও স্কোরই সুরক্ষিত দেখায়নি। হাইস্কোরিং ম্যাচই দেখা গিয়েছে। বোলারদের তরফে বারবার অনুরোধ করা হয়েছে, ভারসাম্য বজায় রাখতে হলে, এই নিয়মে পরিবর্তন দরকার। দুটো নতুন বলে খেলা হওয়া মানে, একটি বল সর্বাধিক ২৫ ওভার ব্যবহার হচ্ছে। তাতে অবশ্য রিভার্স সুইংয়ের সুযোগ কমেছে। বলা যায়, বোলারদের এই শিল্প হারিয়েই গিয়েছিল। আবার কি ফিরবে?
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, ওয়ান ডে ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনছে আইসিসি। যাতে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন বোলাররা। ভারসাম্য আসবে বলাও যায়। এই নিয়ম অনুযায়ী, খেলা শুরু হবে দুটি নতুন বলেই। কিন্তু ৩৪ ওভার অবধি। ৩৫ থেকে ৫০ ওভার খেলা চালিয়ে যাওয়া হবে যে কোনও একটি বলে। সেটি দিয়েই দু-প্রান্ত থেকে বোলিং হবে। আম্পায়ারের সঙ্গে কথা বলে যে কোনও একটি বল বেছে নেওয়া হবে।
নিয়মে আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে। কোনও ম্যাচ যদি ২৫ কিংবা তার কম ওভারের হয়, সেক্ষেত্রে একটি বলেই খেলা শুরু হবে। তা হলে কি বল একেবারেই পরিবর্তন করা যাবে না? কোনও ম্যাচে যদি ৩৫ ওভার থেকে ৫০ ওভারের মধ্যে বল বদলানোর পরিস্থিতি আসে, সেক্ষেত্রে ব্যবহৃত বলই পরিবর্তে নেওয়া হবে। এই খবরে বোলারদের অনেকটাই স্বস্তি।