SAW vs ENGW: ক্লার্কের অনবদ্য স্পেল, প্রথম বার ফাইনালে দক্ষিণ আফ্রিকা
ICC Women’s T20 World Cup: পার্থক্য গড়ে দিলেন দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার নাদিন ডি ক্লার্ক। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে সেট ব্য়াটার ন্য়াট সিবারের উইকেট। কোনও বাউন্ডারি দেননি ক্লার্ক।
কেপটাউন: ঘরের মাঠে অনবদ্য় পারফরম্য়ান্স। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে পৌঁছাল দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী ইংল্য়ান্ডকে হারিয়ে দিল তারা। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট শুরুর আগে প্রবল চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বিশ্বকাপ। ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি নিয়মিত অধিনায়ক ডেন ড্যান নিকার্ক। তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নেতৃত্ব দেওয়া হয় সুনে লুসকে। ব্য়াকফুটে থেকেই অনবদ্য় পারফরম্য়ান্স দক্ষিণ আফ্রিকার। প্রথম বার দক্ষিণ আফ্রিকায় হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। আর ঘরের মাঠে প্রথম বারকে স্মরণীয় করে রাখলেন সুনে লুসরা। প্রথম বার ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে ইংল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ রিপোর্ট বিস্তারিত TV9Bangla-য়।
প্রথম সেমিফাইনালে একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচের ফয়সালা হয়েছিল শেষ ওভারে। মাত্র ৫ রানে হারে ভারত। দ্বিতীয় সেমিফাইনালও রুদ্ধশ্বাস হল। শেষ অবধি মাত্র ৬ রানের জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্য়াটিং নেওয়ার বিষয়ে দ্বিতীয় বার ভাবেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক সুনে লুস। অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য় মর্যাদা দিলেন ব্য়াটাররা। উল্টো দিকে ক্য়াথরিন ব্রান্ট, ন্য়াট সিবারের মতো অভিজ্ঞ বোলাররা। দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটির অনবদ্য় শুরু তাদের ভিত শক্ত করে। ওপেনিং জুটিতে ৯৬ রান যোগ করেন লরা উলফার্ট এবং তাসমিন ব্রিৎজ। উইমেন্স প্রিমিয়ার লিগে দল পাননি লরা (৫৩)। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্য়াচে অর্ধশতরানের ইনিংস খেললেন। তাসমিন মাত্র ৫৫ বলে ৬৮ পানে বিধ্বংসী ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ১৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস অলরাউন্ডার মারিজানে কাপের।
ইংল্য়ান্ডকে ১৬৫ রানের বড় লক্ষ্য় দেয় দক্ষিণ আফ্রিকা। এর জন্য় প্রয়োজন ছিল ভালো শুরুর। ড্য়ানি ওয়্যাট-সোফিয়া ডাঙ্কলি ৫৩ রানের জুটি গড়ে। পার্থক্য় গড়ে দিলেন দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার নাদিন ডি ক্লার্ক। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে সেট ব্য়াটার ন্য়াট সিবারের উইকেট। কোনও বাউন্ডারি দেননি ক্লার্ক। তাঁর তৈরি করা চাপ থেকে বেরোতে পারেনি ইংল্য়ান্ড। আয়োবঙ্গা খাকা ৪ উইকেট নেন। অভিজ্ঞ শাবনিম ইসমাইল ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য় ছিল ১৩ রান। সেই রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে জেতান শাবনিম।