AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: ঐতিহাসিক জয়ের পরও বিপাকে আফগান ব্যাটার গুরবাজ

ICC World Cup 2023, Rahmanullah Gurbaz: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। অনবদ্য ব্যাটিং করছিলেন রহমানুল্লা গুরবাজ। ক্রমশ সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন। ক্রিজে তাঁর সঙ্গে অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। এরপরই সমস্যা। সদ্য ক্রিজে আসা আফগান অধিনায়ক কুইক সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন। যদিও সেটা রান ছিল না বলাই যায়। বোলার আদিল রশিদ সামনে থাকায় নন স্ট্রাইকার প্রান্তে থাকা গুরবাজ ঠিকঠাক বুঝে উঠতে পারেননি বল কোথায় রয়েছে।

ICC World Cup 2023: ঐতিহাসিক জয়ের পরও বিপাকে আফগান ব্যাটার গুরবাজ
Image Credit: ICC
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 5:16 PM
Share

নয়াদিল্লি: গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়। যে কোনও ফরম্যাটে প্রথম বার ইংল্যান্ডকে হারানোর স্বাদ পেয়েছিল আফগানিস্তান। অনবদ্য পারফর্ম করেন কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ, ইকরাম আলি খিল। তেমনই বোলিংয়ে আফগানিস্তানের জয়ের কারিগর লেগ স্পিনার রশিদ খান ও আর এক স্পিনার মুজিব উর রহমান। ঐতিহাসিক জয়ের পরই বিপাকে গুরবাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। অনবদ্য ব্যাটিং করছিলেন রহমানুল্লা গুরবাজ। ক্রমশ সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন। ক্রিজে তাঁর সঙ্গে অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। এরপরই সমস্যা। সদ্য ক্রিজে আসা আফগান অধিনায়ক কুইক সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন। যদিও সেটা রান ছিল না বলাই যায়। বোলার আদিল রশিদ সামনে থাকায় নন স্ট্রাইকার প্রান্তে থাকা গুরবাজ ঠিকঠাক বুঝে উঠতে পারেননি বল কোথায় রয়েছে। অধিনায়কের ডাক উপেক্ষা করার উপায় ছিল না। রান নিতে দৌড়ন। পরিবর্ত ফিল্ডার ডেভিড উইলির থ্রো ধরে গুরবাজকে রানআউট করেন জস বাটলার।

ব্যক্তিগত ৮০ রানে ছিলেন গুরবাজ। অধিনায়কের ওপর মেজাজ দেখাতে না পারলেও প্রচণ্ড বিরক্ত ছিলেন। মাঠ থেকে বেরোনোর সময় বাউন্ডারি রোপে ব্যাট দিয়ে মারেন। ফেন্সিংয়ে ব্যাট দিয়ে মারেন। ক্রিকেটের নিয়মে যা শৃঙ্খলাভঙ্গ। আইসিসির কোড অফ কনডাক্ট অনুযায়ী তাঁকে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। দু-বছরের মধ্যে এটি তাঁর প্রথম পয়েন্ট। এমন শৃঙ্খলাভঙ্গ ফের হলে এবং ৪ ডিমেরিট পয়েন্ট হলে নির্বাসিতও হতে পারেন গুরবাজ।