চেন্নাই: তেইশের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) আজ যাত্রা শুরু করছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। প্রতিপক্ষ প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। ওডিআই ফর্ম্যাটে ৫ বার বিশ্বকাপ জিতেছে অজিরা আর ভারতের ঝুলিতে রয়েছে ২টি বিশ্বকাপ। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ হওয়ায় হট ফেভারিট ভারত। আজ চিপকে অজিদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় মেন ইন ব্লু। আপাতত টস রোহিতের পক্ষে গেল না। কয়েন ফ্লিপ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের কল ছিল হেড। কামিন্স টস জেতেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। যা থেকে পরিষ্কার রোহিত-বিরাটদের সামনে রানের পাহাড় রাখতে চায় অজিরা। দুই দলের একাদশ এবং টসের পর ক্যাপ্টেনরা কী বললেন জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। ভালো উইকেট মনে হচ্ছে। ঝকঝকে রোদও উঠেছে। তাই ব্যাটিং করাটা ভালোই হবে মনে হয়। আমরা ভালো জায়গায় রয়েছি। গত মাসে আমরা অনেক ক্রিকেট খেলেছি। ট্রাভিস হেড এখনও অ্যাডিলেডে। আর স্টইনিস তৈরি নয়। অ্যাবট ও জশ ইংলিশও নেই।’
বল করতে হবে জেনে কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘যে কন্ডিশন তাতে বল পরের দিকে টার্ন করবে মনে হয়। আমাদের ঠিক মতো ফিল্ডিং সাজাতে হবে। এর আগে আমরা ওয়ার্ম আপ খেলতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বকাপের আগে ২টো ভালো সিরিজ খেলেছি। প্রচুর ক্রিকেট খেলেছি।’
ভারত বিশ্বকাপ সফর শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন গিল। তাঁকে নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘শুভমন সময় মতো ম্যাচ খেলার জন্য সুস্থ হয়নি। আজ সকাল অবধি আমরা ওর জন্য অপেক্ষা করেছি। ওর জায়গায় ঈশান ওপেন করবে।’
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ – ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।