IND vs PAK, World Cup 2023: যত দোষ…! হারের অবাক অজুহাত পাকিস্তান কোচের

ICC World Cup 2023, Mickey Arthur: সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচের দুর্দান্ত আবহ। এতেই যেন থরথরিকম্প পাকিস্তান। ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেও ১৯১ রানেই গুটিয়ে যায় তারা। কিছুদিন আগেও আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিল পাকিস্তান। বিশ্বকাপের মতো ইভেন্টে এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়ে জিতেছে। ভারতের বিরুদ্ধে একপেশে ম্যাচ।

IND vs PAK, World Cup 2023: যত দোষ...! হারের অবাক অজুহাত পাকিস্তান কোচের
Image Credit source: ICC

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 15, 2023 | 2:07 AM

অভিষেক সেনগুপ্ত

কয়েক সপ্তাহ হতে চলল। ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট টিম। হায়দরাবাদে দুর্দান্ত সময় কেটেছে। এত লোকের ভালোবাসা, সমর্থন। দুটি ওয়ার্ম আপ ম্যাচ এবং বিশ্বকাপে প্রথম দু-ম্যাচ সেখানেই খেলেছে পাকিস্তান। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল বাবর আজমদের। শহর বদলাতেই সব বদলে গেল! খেলতে তো হল সেই ক্রিকেটই। যে দল ভালো খেলবে, জিতবে। এর চেয়ে সহজ কোনও হিসেব হয় না। ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অষ্টম সাক্ষাতে হারের ধারা বজায় থাকল পাকিস্তানের। আর এতেই নানা অজুহাত। পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার হাস্যকর ‘অভিযোগ’ও করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। আবহ দুর্দান্ত। এতেই যেন থরথরিকম্প পাকিস্তান। ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেও ১৯১ রানেই গুটিয়ে যায় তারা। কিছুদিন আগেও আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিল পাকিস্তান। বিশ্বকাপের মতো ইভেন্টে এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়ে জিতেছে। ভারতের বিরুদ্ধে একপেশে ম্যাচ। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ১১৭ বল বাকি থাকতেই পেরিয়ে যায় ভারত। যদিও নিজের দলের পারফরম্যান্সের চেয়ে গ্যালারিকেই দায়ী করছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে পাকিস্তান কোচ বলেন, ‘যদি বলি গ্যালারি কোনও ফ্যাক্টর ছিল না, মিথ্যে বলা হবে। মনে হয়নি আইসিসির ইভেন্ট চলছে। সত্যি বলতে, আমার মনে হয়েছে এটা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। বিসিসিআইয়ের একটা ইভেন্ট। একবারের জন্যও গ্যালারি থেকে দিল…দিল…পাকিস্তান শুনিনি।’

বিশ্বকাপের মতো ইভেন্টে গ্যালারিতেও শুধুমাত্র এক দলের সমর্থন কি ঠিক? এর কোনও জবাব দেননি মিকি। দলের খারাপ পারফরম্যান্সের চেয়েও তাঁর কাছে মনে হয়েছে, গ্যালারিরই যত দোষ! মজার বিষয় হল, এ বারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলেও ঘরের মাঠে ম্যাচ খেলেছিল পাকিস্তান। সেখানেও কিন্তু গ্যালারি ফাঁকা ছিল। নিজের দেশেই যেখানে সমর্থন নেই, সেখানে আর…!