কলকাতা: চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচের পরই বিশ্বকাপের পয়েন্ট টেবলে একাধিক দলের স্থান পরিবর্তন হচ্ছে। এখনও অবধি বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মার ভারত (India)। অবশ্য আজই মেন ইন ব্লুর পয়েন্ট টেবলের শীর্ষস্থান হাতছাড়া হতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকা আজ নামবে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। এই ম্যাচ প্রোটিয়ারা জিততে পারলে পৌঁছে যাবে পয়েন্ট টেবলের শীর্ষে। আজ দুপুরে চেন্নাইতে হারের হ্যাটট্রিক করা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ তেম্বা বাভুমাদের। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল আপাতত কোথায়। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন চলতি ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায় —
১. ৫০ ওভারের বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লু। একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছেন রোহিত শর্মারা। তাতে ভারতের জয় ৫টি ম্যাচেই। মেন ইন ব্লুর পয়েন্ট ১০। নেট রানরেট +১.৩৫৩।
২. আপাতত পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। আজ বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫টি ম্য়াচ খেলে ৪টি জয় ও ১টি হার বাভুমাদের। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮। নেট রানরেট +২.৩৭০।
৩. আপাতত ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে কিউয়িদের জয় ৪টি। হার ১টি। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। নেট রানরেট +১.৪৮১।
৪. চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের চারে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। অজিরা এই বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলে জিতেছে ৩টিতে। হেরেছে ২টি ম্যাচ। পয়েন্ট ৬। নেট রানরেট +১.১৪২।
৫. গতবারের চ্যাম্পিয়নদের বৃহস্পতিবার ৮ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপের পয়েন্ট টেবলের পাঁচে পৌঁছে গিয়েছে। এখনও অবধি ৫ ম্য়াচ খেলে শ্রীলঙ্কার জয় ২টি, হার ৩টি। লঙ্কানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.২০৫।
৬. আজ তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ বাবর আজমের পাকিস্তানের। গ্রিন আর্মি এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৩টি হারের পর পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে পাকিস্তান। গ্রিন আর্মির পয়েন্ট ৪। নেট রানরেট -০.৪০০।
৭. পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি ৫ ম্যাচ খেলে আফগানরা ২টিতে জিতেছে ও ৩টিতে হেরেছে। আফগানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৯৬৯।
৮. বিশ্বকাপের পয়েন্ট টেবলে আট নম্বরে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। শনিবার ইডেনে বাংলাদেশের ম্য়াচ রয়েচে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় ১টি, হার ৪টি। সাকিবদের পয়েন্ট ২। নেট রানরেট -১.২৫৩।
৯. ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৯ নম্বরে নেমে গিয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৫টি ম্যাচ খেলে ১টি জয় ও ৪টি হার গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। নেট রানরেট -১.৬৩৪। পয়েন্ট ২।
১০. আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ৫টি ম্যাচ খেলে জিতেছে ১টি এবং হার ৪টিতে। পয়েন্ট ২। নেট রানরেট -১.৯০২।