
কলকাতা: দেখতে দেখতে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। টানা ৭ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার ভারত (India)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে ওডিআই বিশ্বকাপ পয়েন্ট টেবলের শীর্ষস্থানও ফিরে পেয়েছে মেন ইন ব্লু। এ বার রবিবার ইডেনে নিজেদের অষ্টম ম্যাচে নামবে ভারত। তাতে প্রতিপক্ষ প্রোটিয়ারা। এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। অবশ্য তার জন্য দিন দুয়েক অপেক্ষা করতে হবে। আজ রয়েছে লখনউতে নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্যাচ। তার আগে এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লঙ্কা-বধ করে বিশ্বকাপের সিংহাসন ফিরে পেল ভারত। টানা ৭ ম্যাচ জিতলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ৭ ম্যাচ জিতে ভারতের পয়েন্ট হল ১৪। নেট রানরেট +২.১০২। ভারতের ঠিক পরেই, ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৭ ম্য়াচ খেলে ৬টিতে জিতেছে। হার ১টি। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২। নেট রানরেট +২.২৯০। পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচ খেলে অজিদের জয় ৪টি, হার ২টি। পয়েন্ট ৮। নেট রানরেট +০.৯৭০। নিউজিল্যান্ড রয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবলের চারে। কিউয়িরা ৭ ম্যাচে খেলে ৪টিতে জিতেছে। হেরেছে ৩টি। পয়েন্ট ৮। নেট রানরেট +০.৪৮৪।
সেমিফাইনালের স্বপ্ন এখনও টিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তানের। চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পাকিস্তান। ৭ ম্যাচে ৩টি জয় ও ৪টি হারের পর পাকিস্তানের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পয়েন্ট টেবলের ছয়ে রয়েছে আফগানিস্তান। আফগানদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.৭১৮। জয় ৩টি, হার ৩টি। আজ আফগানরা নামবে ডাচদের বিরুদ্ধে।
জোড়া হারের পর বিশ্বকাপের পয়েন্ট টেবলের সাতে রয়েছে কুশল মেন্ডিসের দল। এখনও অবধি ৭টি ম্য়াচ খেলে শ্রীলঙ্কা জিতেছে ২টি ও হেরেছে ৫টি। পয়েন্ট ৪। নেট রানরেট -১.১৬২। বিশ্বকাপ পয়েন্ট টেবলের আটে রয়েছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। আজ ডাচদের ম্যাচ রয়েছে। এখনও অবধি বিশ্বকাপে ৬টি ম্যাচে খেলে স্কট এডওয়ার্ডসরা জিতেছে ২টি এবং হেরেছে ৪টি ম্যাচ। পয়েন্ট ৪। নেট রানরেট -১.২৭৭। পয়েন্ট টেবলে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৭টি ম্যাচে বাংলাদেশ মাত্র জিতেছে ১টিতে। হেরেছে ৬টিতে। পয়েন্ট ২। নেট রানরেট -১.৪৪৬। বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। টুর্নামেন্টে আর ৩টি ম্যাচ বাকি বেন স্টোকসদের। এখনও অবধি ৬ ম্যাচ খেলে ১টিতে মাত্র জিতেছে ইংল্যান্ড। হেরেছে ৫টিতে। নেট রানরেট -১.৬৫২। পয়েন্ট ২।