Rahul Dravid: কোন ভূমিকায় রোহিতকে পছন্দ, জানালেন দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 11, 2023 | 5:41 PM

ICC World Cup 2023, IND vs NED: লিগ পর্বের শেষ ম্যাচে কাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত। টানা আটটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসীও। তবে শেষ ম্যাচ হালকা নিতে নারাজ। সঙ্গে ভারতীয় শিবিরের মাথায় সেমিফাইনাল। রোহিত শর্মা প্রসঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড় বলছেন, 'রোহিত দারুণ নেতা। মাঠে এবং মাঠের বাইরেও নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তুলেছে এবং সে ভাবেই নেতৃত্ব দিয়েছে।'

Rahul Dravid: কোন ভূমিকায় রোহিতকে পছন্দ, জানালেন দ্রাবিড়
Image Credit source: PTI

Follow Us

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটে নিজেকে ক্রমশ সফল অধিনায়ক হিসেবে তুলে ধরছেন রোহিত শর্মা। এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ। অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মা স্বপ্ন পূরণে বড় ভরসা। শেষ বার ২০১১ সালে ঘরের মাঠেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে বারই প্রথম আয়োজক দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়। গত দুটি বিশ্বকাপেও সেই ধারা বজায় থেকেছে। ২০১৫ বিশ্বকাপে যুগ্ম আয়োজক ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় অজিরা। তেমনই গত বার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ভারতও এ বার যেমন পারফর্ম করছে, তাতে স্বপ্ন দেখাই যায়। এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন রোহিতের। তাঁকে ঠিক কোন ভূমিকায় বেশি পছন্দ রাহুল দ্রাবিড়ের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লিগ পর্বের শেষ ম্যাচে কাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত। টানা আটটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসীও। তবে শেষ ম্যাচ হালকা নিতে নারাজ। সঙ্গে ভারতীয় শিবিরের মাথায় সেমিফাইনাল। রোহিত শর্মা প্রসঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড় বলছেন, ‘রোহিত দারুণ নেতা। মাঠে এবং মাঠের বাইরেও নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তুলেছে এবং সে ভাবেই নেতৃত্ব দিয়েছে।’

রোহিত শর্মা কী ভাবে টিমকে ভরসা দিয়েছেন, সেই উদাহরণও তুলে ধরলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। বলছেন, ‘বেশ কিছু ম্যাচেই আমরা এমন পরিস্থিতিতে ছিলাম, যেখান থেকে ফল অন্যরকম হতেই পারতো। তবে রোহিত যে ভাবে শুরুটা দিচ্ছে, বাকিদের জন্য খেলাটা সহজ হচ্ছে। অনেকেরই হয়তো মনে হতে পারে, আমরা সহজেই জিতছি। এর অন্যতম কারণ কিন্তু রোহিতের ব্যাটিং।’

শুধুমাত্র ওপেনার রোহিতই নন বরং ক্যাপ্টেন রোহিতকেও প্রশংসায় ভরিয়ে দিলেন। টিম ইন্ডিয়ার হেড কোচ বলছেন, ‘আমরা কিছু পরিকল্পনা গড়েছিলাম। সেটার বাস্তবায়ন তখনই সম্ভব যখন মাঠে নেমে প্লেয়াররা পারফর্ম করবে। অধিনায়ক যখন উদাহরণ তৈরি করে, বাকিরাও আত্মবিশ্বাস পায় এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে। রোহিত যে ভাবে নেতৃত্ব দিচ্ছে, অসাধারণ। ও এমনই একজন নেতা যাকে সতীর্থ এবং সাপোর্ট স্টাফরাও সম্মান করে। সেটা ও অর্জন করে নিয়েছে।’

Next Article