বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট দল রয়েছে বেঙ্গালুরুতে। লিগ পর্বের শেষ ম্যাচ এখানেই। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে বেঙ্গালুরু থেকে রোহিতরা মুম্বই যাবেন না কলকাতা, তা এখনও ঠিক হয়নি। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত। আট ম্যাচেই জিতেছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে পাকিস্তানের কাছে নিউজিল্যান্ডের হারে দু-ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দল হিসেবে নিশ্চিত অস্ট্রেলিয়াও। লিগ পর্বের শেষ ম্যাচ হারলেও ভারত শীর্ষেই থাকবে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে চতুর্থ স্থানে থাকা দল। সেই লড়াইয়ে জটিল অঙ্ক। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হলে, রোহিতদের পরবর্তী গন্তব্য কলকাতা। প্রতিপক্ষ অন্য কোনও দল হলে মুম্বই। যে অঙ্কে দাঁড়িয়ে তিন দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ড ম্যাচ খেলেছে ৮টি। পয়েন্টও ৮। নেট রান রেট ০.৩৯৮। আজ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেমিফাইনালের দৌড়ে থাকা তিন দলের মধ্যে নেট রান রেট সবচেয়ে ভালো নিউজিল্যান্ডেরই। যদিও গত চার ম্যাচে হার তাদের প্রবল চাপে রেখেছে। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে অ্যাডভান্টেজ থাকবে নিউজিল্যান্ডই। হেরেও অবশ্য সেমিফাইনালে যেতে পারে নিউজিল্যান্ড। তাতে আফগানিস্তান এবং পাকিস্তানকেও নিজেদের শেষ ম্যাচে হারতে হবে। বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনাও নিউজিল্যান্ডের রাস্তায় বাধা হতে পারে। ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগ হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। আফগানিস্তান এবং পাকিস্তান নিজেদের শেষ ম্যাচ হারলে ৮ পয়েন্টেই থাকবে। তখন চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডই সেমিফাইনালে যাবে। কিন্তু পাকিস্তান, আফগানিস্তান জিতলে পয়েন্টের নিরিখেই ছাপিয়ে যাবে নিউজিল্যান্ডকে।
পাকিস্তানের ৮ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেট ০.০৩৬। সেমির দৌড়ে থাকা তিন দলের মধ্যে পাকিস্তানের নেট রান রেট দ্বিতীয় সেরা। নিউজিল্যান্ড হারলে বা ম্যাচ ভেস্তে গেলে এবং পাকিস্তান শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালে আর কোনও অঙ্কের প্রয়োজন নেই। পয়েন্টের নিরিখে সেমিফাইনালে জায়গা করে নেবে পাকিস্তান। কলকাতায় ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা। যদি নিউজিল্যান্ড জেতে সেক্ষেত্রে পাকিস্তানের অঙ্ক জটিল হবে। তখন শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি নিউজিল্যান্ডের নেট রান রেটকে ছাপিয়ে যেতে বিশাল ব্যবধানে জিততে হবে। ধরা যাক, নিউজিল্যান্ড আজ ১ রানে জিতল। তাদের নেট রান রেট ছাপিয়ে যেতে পাকিস্তানকে প্রায় ১৩০ রানের ব্যবধানে হারাতে হবে বাবরদের।
আফগানিস্তানের পয়েন্ট ৮ ম্যাচে ৮। কিন্তু নেট রান রেট মাইনাস ০.৩৩৮। নিউজিল্যান্ড এবং পাকিস্তান হারলে, আফগানিস্তান শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারবে। আফগানিস্তানের শেষ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড এবং পাকিস্তান যদি জেতে, সেক্ষেত্রে কার্যত অসম্ভব পরিস্থিতি আফগানিস্তানের। ধরা যাক, নিউজিল্যান্ডের ম্যাচ পুরো ৫০ ওভারই হল এবং নিউজিল্যান্ড ১ রানেও জিতল। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের নেট রান রেট ছাপিয়ে যেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রায় ১৪০ রানে জিততে হবে। আজ নিউজিল্যান্ড ম্যাচের পর অঙ্ক আরও একটু পরিষ্কার হবে।