ICC World Cup 2023 Schedule : উদ্বোধনী ম্যাচে নেই ভারত, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু মেন ইন ব্লুর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 27, 2023 | 6:54 PM

Team India full fixture : ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে ৫ নভেম্বর এ বারের ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত।

ICC World Cup 2023 Schedule : উদ্বোধনী ম্যাচে নেই ভারত, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু মেন ইন ব্লুর
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

কলকাতা: আরও একবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। শেষ বার ২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সুখ স্মৃতি নিয়ে আরও একটি মেগা টুর্নামেন্টের জন্য তৈরি ভারত। মঙ্গলবার মুম্বইয়ে জাঁকমজমকভাবে ঘোষিত হল আগামী অক্টোবর-নভেম্বরের ওডিআই বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। আয়োজক দেশ হলেও উদ্বোধনী ম্যাচে নামছে না ভারত। প্রথম ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৮ অক্টোবর। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। মঙ্গলবার মুম্বইয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশের সময় বিসিসিআই সচিব জয় শাহ বললেন, “গর্বের মুহূর্ত। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপের আয়োজক হতে চলেছি আমরা। বিরাট সম্মানের ব্যাপার। আমরা বিশ্বমানের পরিকাঠমো তুলে ধরার সুযোগ পাব। দুরন্ত একটা টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছি সবাই।”

কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হচ্ছে, এই খবর আগে থেকেই ছিল। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে ৫ নভেম্বর এ বারের ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত। এছাড়া ১৫ অক্টোবরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে দর্শকরা। বিশ্বকাপের সূচি নিয়ে প্রবল আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। খসড়া সূচি নিয়ে পিসিবি মোটেও সন্তুষ্ট ছিল না। তারা প্রথম আপত্তি জানিয়েছিল মোদী স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ হওয়া নিয়ে। আইসিসির কাছে ভেনু বদলানোর আবেদন করলেও তাতে কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাই বহু প্রতিক্ষীত ভারত-পাক ম্যাচ হচ্ছে আমেদাবাদে। নজরে থাকবে ভারত-বাংলাদেশ ম্যাচও। ১৯ অক্টোবর সাকিব আল হাসানদের বিরুদ্ধে রোহিতরা খেলবেন পুনেতে। ২২ অক্টোবর ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ভারতকে ছিটকে দিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে সেটি ভারতের প্রতিশোধের ম্যাচ। লখনউয়ের একানা স্টেডিয়ামে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।

দেখে নিন আইসিসি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের সূচি   

  • ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর: চেন্নাই
  • ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর : দিল্লি
  • ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর : আমেদাবাদ
  • ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর : পুনে
  • ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর : ধর্মশালা
  • ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টেবর : লখনউ
  • ভারত বনাম কোয়ালিফায়ার ২ টিম, ২ নভেম্বর : মুম্বই
  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর : কলকাতা
  • ভারত বনাম কোয়ালিফায়ার ১, ১১ নভেম্বর : বেঙ্গালুরু
Next Article