ICC World Cup: আফগানিস্তানের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে জাডেজা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 03, 2023 | 12:10 AM

ICC World Cup 2023, Trott on Jadeja: বিশ্বকাপের আগে চমকে দেওয়া ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে মেন্টর নিয়োগ করা হয়। নিজের ভূমিকায় জাডেজা যে সফল, বলাই যায়। শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। একের পর এক মুগ্ধকর পারফরম্য়ান্স। রাত পোহালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ। তার আগে আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট বলছেন...

ICC World Cup: আফগানিস্তানের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে জাডেজা!
Image Credit source: PTI

Follow Us

লখনউ: একের পর এক অনবদ্য পারফরম্যান্সে নজর কাড়ছে আফগানিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নজর কেড়েছিল। রোজ রোজ অঘটন হবে না, এমনটাই স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে সেটাই প্রমাণ করে আফগানিস্তান। গত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকেও। তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এ বারের বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। এর আগের দুটি বিশ্বকাপে মাত্র দুটি জয় ছিল আফগানদের। এ বার জয়ের হ্য়াটট্রিকের সামনে। আফগানিস্তানের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে অজয় জাডেজা! আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট তেমনই বলছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের আগে চমকে দেওয়া ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে মেন্টর নিয়োগ করা হয়। নিজের ভূমিকায় জাডেজা যে সফল, বলাই যায়। শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। একের পর এক মুগ্ধকর পারফরম্যান্স। রাত পোহালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ। তার আগে আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট বলছেন, ‘ভারতের হয়ে প্রচুর খেলেছে। অজয়ের অভিজ্ঞতা যে কোনও দলের কাছেই সম্পদ। পরিস্থিতি, ভেনু, প্রতিপক্ষ যাই হোক, ওর কাছে সব অভিজ্ঞতা রয়েছে। উপমহাদেশের অন্য়ান্য় দলকে নিয়েও ওর বিশাল অভিজ্ঞতা।’

পাকিস্তানের বিরুদ্ধে বিশাল রান কাড়া করে জিতেছিল আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে যা রেকর্ড। পাকিস্তানের যা বোলিং লাইন আপ তাতে মনে হয়েছিল ২৮০+ স্কোর তাড়া করতে নেমে চাপে পড়বে আফগানিস্তান। তেমনটা দেখা যায়নি। এক-দু ওভারের জন্য় চাপ তৈরি হলেও দ্রুত তা থেকে বেরিয়েছে আফগানিস্তান। ঠান্ডা মাথায় রান তাড়া করেছে। শেষ অবধি ৮ উইকেটের বিশাল ব্যবধানে জেতে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লেগেছে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও। রান তাড়ায় ক্রমশ হিসেবি এবং নিখুঁত হয়ে উঠেছে। জাডেজার ছোঁয়ায়?

Next Article