
ওয়ান ডে ফর্ম্যাটে বিরাট কোহলিই (Virat Kohli) কি সর্বকালের সেরা ব্যাটসম্যান? ওয়ান ডে ক্রিকেটে ২৭০টা ম্যাচ খেলে ৪৭টা সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। সচিন তেন্ডুলকরও ওয়ান ডে ক্রিকেটে দারুণ সফল। কিন্তু মাস্টার ব্লাস্টারকে বিরাট ছাপিয়ে যাচ্ছেন ক্রমশ। সচিন বনাম বিরাট আলোচনার মধ্যেই এই প্রজন্মের ক্রিকেটাররা বলে দিলেন, বিরাটই সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান। বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছে ভিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ৮৫ রানের ইনিংস খেলে টিমকে খাদের মুখ থেকে এনেছিলেন জয়ের দরজায়। তাই কি তাঁকে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হচ্ছে? TV9Bangla Sports এ বিস্তারিত।
স্টিভ স্মিথ, ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে শুভমন গিল, বিক্রমজিৎ সিংরা উচ্ছ্বসিত বিরাটে। এই তালিকায় রয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও। স্মিথ বলেছেন, ‘তর্কের উর্ধ্বে উঠে বলতে হবে, ওয়ান ডে ফর্ম্যাটের সর্বকালের সেরা প্লেয়ারের নাম বিরাট কোহলি।’ দ্রাবিড় আবার বলেছেন, ‘ক্রিকেটের কিংবদন্তি বিরাট। বিশেষ করে ওয়ান ডে ফর্ম্যাটে। ওর প্রজন্ম, পরের প্রজন্মের জন্য ও একটা মান ঠিক করে দিয়েছে।’
ট্রেন্ট বোল্ট দেশ ও ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলছেন বিরাটের বিরুদ্ধে। জানেন, কতটা ভয়ঙ্কর তিনি। সেই অভিজ্ঞতা থেকেই নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার বলছেন, ‘বিরাট এমন ধরনের কোয়ালিটি প্লেয়ার, যে সব সময় বোলারের উপর বাড়তি চাপ তৈরি করে ফেলে।’ নেদারল্যান্ডসের বাঁ হাতি ওপেনার বিক্রমজিৎ ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার। তিনিও বিরাটে মুগ্ধ। বিক্রমজিতের কথায়, ‘আমরা সবাই বিরাটকে ভালোবাসি।’
বিরাটের ছায়ায় বেড়ে উঠছেন শুভমন গিল। বিরাটের আগ্রাসন, খেলার প্রতি দায়বদ্ধতা যেন শুভমনেও ঢুকে পড়ছে ধীরে ধীরে। শুভমন বলছেন, ‘ওর খিদে, খেলার প্রতি দায়বদ্ধতা, তাগিদ নিয়ে কোনও কথা হবে না। ওর মতো কারও মধ্যে এমনটা দেখিনি।’ অশ্বিনও মুগ্ধতা প্রকাশ করেছেন বিরাটকে নিয়ে। ‘শৃঙ্খলার যেন একটা অন্য মানে তৈরি করেছে বিরাট। যে কোনও ম্যাচের আগে ওর ট্রেনিং কোনও কিছুর সঙ্গে মেলানো যাবে না।’