
পুনে: বিশ্বকাপে (ICC World Cup) এমন শুরু তো প্রতিটা দলই চায়। আপাতত জয়ের হ্যাটট্রিক করা ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে। এ বার মেন ইন ব্লুর সামনে সাকিব আল হাসানের বাংলাদেশ। যারা টুর্নামেন্টে এক ম্যাচ জেতার পর জোড়া হারের ধাক্কা খেয়েছে। পুনেতে আগামিকাল কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবেন সাকিব আল হাসানরা? সামনে কঠিন প্রতিপক্ষ ও দুরন্ত ছন্দে থাকা ভারত। অবশ্য ভারত ম্যাচে সাকিব খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তবে পুনেতে তিনি ভারত ম্যাচের আগে অনুশীলন করেছেন। এরই মাঝে সাকিব জানিয়েছেন ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর লক্ষ্য কী। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে টাইগার্সদের অধিনায়ক সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) প্রশংসায় ভরিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলিকে নিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ও একজন বিশেষ ব্যাটার। সম্ভবত আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার ও। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ ওকে আমি ৫ বার আউট করতে পেরেছি। ওর উইকেট নিতে পারলে ফের দারুণ লাগবে।’ ফলে সাকিবের এই কথা থেকে পরিষ্কার, ভারত ম্যাচে তাঁর লক্ষ্য থাকবে কিং কোহলির উইকেট তুলে নেওয়ার।
সাকিব কতটা বিধ্বংসী বোলার এই নিয়ে বিরাট বলেন, ‘বছরের পর বছর ধরে আমি ওর বিরুদ্ধে খেলেছি। বলে ওর নিয়ন্ত্রণ অসাধারণ। ও অনেক অভিজ্ঞ বোলার। নতুন বলে ও দারুণ বল করে। ও জানে ব্যাটারকে কীভাবে চাপে ফেলতে হয়। রান খরচে ও ভীষণ কৃপণ। এই ধরণের বোলারদের বিরুদ্ধে খেলতে গেলে নিজের সেরাটা দিতে হয়। আর সেটা না করতে পারলে সেই বোলার চাপ তৈরি করবে। এবং তাতে আউট হওয়ার সম্ভবনা তৈরি হয়।’
বিরাট কোহলির পাশাপাশি ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার গলায় শোনা গিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিবের প্রশংসা। হার্দিক বলেন, ‘সাকিব অনেক স্মার্ট ক্রিকেটার। ও অনেক বছর ধরে বাংলাদেশের প্রত্যাশার ভার নিজের কাঁধে বহন করে চলেছে।’
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে সাকিব আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে করেছিলেন ১৪ রান। নিয়েছিলেন ৩টি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন ১ রান ও নেন ১ উইকেট। এ ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিব করেন ৪০ রান ও নেন ১টি উইকেট।