CWC 2023, Rahul Dravid: টানা ‘নয়ে’ও বিরাট চাপে কোচ রাহুল দ্রাবিড়!

ICC world cup 2023, Rahul Dravid: গত বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় দুর্বল জায়গা ছিল ব্যাটিং অর্ডারে চার নম্বর। এ বারও বিশ্বকাপের আগে নানা পরীক্ষা হয়। রাহুল দ্রাবিড় অবশ্য টুর্নামেন্টের শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলেন, চারে ব্যাট করবেন শ্রেয়স আইয়ারই। শুরুর দিকে সাফল্য আসছিল না। শর্টপিচ ডেলিভারিতে তাঁর দুর্বলতা ধরা পড়ছিল। রাহুল দ্রাবিড় বিশেষ ক্লাস নেন শ্রেয়সের। উন্নতি দেখা গিয়েছে গত কয়েক ম্যাচে।

CWC 2023, Rahul Dravid: টানা নয়েও বিরাট চাপে কোচ রাহুল দ্রাবিড়!
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 13, 2023 | 12:05 AM

রাহুল দ্রাবিড়ের হোম গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের বিশাল ব্যবধানে জয়। বেঙ্গালুরুতে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে এ বারের বিশ্বকাপের লিগ পর্ব শেষ হল। নজরে শেষ চার। বুধবার ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। লিগ পর্বে ৯ ম্যাচে ৯টি জয়ে শীর্ষে ভারত। চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গত বারের বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। শেষ চারেই বিদায় নিয়েছিল ভারত। এ বার একশো শতাংশ জয়ের ধারা বজায় রেখেও চাপে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়! ম্যাচ শেষে যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই ভারতের শক্ত গাঁট। এ বার লিগ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ২০ বছরের ব্যবধানে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারতীয় দল। সেমিফাইনালে ফের দেখা হতে চলেছে। নেদারল্যান্ডসকে হারানোর পর টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘যদি বলি সেমিফাইনালের আগে কোনও চাপ নেই, সেটা পুরোপুরি সত্যি বলা হবে না। ক্রিকেটে ম্যাচ জেতার কোনও গ্যারান্টি থাকে না। আমাদের হাতে শুধু সেরা প্রস্তুতির সুযোগটাই থাকে।’

লিগে যতই জয়ের ধারা বজায় থাকুক, রাহুল দ্রাবিড়ও বুঝতে পারছেন, একটা ম্যাচ হারলেই এই টিমকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। গত বিশ্বকাপেও লিগ পর্বে অনবদ্য পারফরম্যান্স করেছিল ভারত। শেষ চারে হেরে যাওয়ার পর কম সমালোচনা হয়নি। রাহুল দ্রাবিড় সে কথা মনে করিয়ে বলছেন, ‘এখন সবই সুন্দর লাগছে। মনে হচ্ছে, সব ঠিক আছে। একটা ম্যাচ হারলেই আমাকে নিয়ে বলবে, ও কিচ্ছু জানে না।’

গত বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় দুর্বল জায়গা ছিল ব্যাটিং অর্ডারে চার নম্বর। এ বারও বিশ্বকাপের আগে নানা পরীক্ষা হয়। রাহুল দ্রাবিড় অবশ্য টুর্নামেন্টের শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলেন, চারে ব্যাট করবেন শ্রেয়স আইয়ারই। শুরুর দিকে সাফল্য আসছিল না। শর্টপিচ ডেলিভারিতে তাঁর দুর্বলতা ধরা পড়ছিল। রাহুল দ্রাবিড় বিশেষ ক্লাস নেন শ্রেয়সের। শর্ট পিচে ডেলিভারিতে ভুল শোধরানোর ক্ষেত্রে শ্রেয়সকে নিয়ে পড়ে ছিলেন দ্রাবিড়। শ্রেয়সের পারফরম্যান্সে সেই উন্নতি ধরা পড়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরিও করেন। বিশ্বকাপের মঞ্চে শ্রেয়সের প্রথম সেঞ্চুরি। উচ্ছ্বসিত দ্রাবিড় বলেন, ‘আমাদের মিডল অর্ডারের মেরুদন্ড শ্রেয়স। চার নম্বরে ব্যাট করা কতটা কঠিন, গত দশ বছর ধরেই আমরা টের পেয়েছি।’